Qatar World Cup 2022: কাতার বিশ্বকাপে আছেন রোনাল্ডো

Ronaldo: বিশ্বকাপ কেরিয়ারে রোনাল্ডো খেলেছেন ১৭টি ম্যাচ। করেছেন, সাতটি গোল। যার মধ্যে চারটি গোলই এসেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সে বার স্পেনের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সিআর সেভেন। রোনাল্ডোর খেলা ১৭টি ম্যাচের মধ্যে ছটি ম্যাচ জিতেছে পর্তুগাল।

Qatar World Cup 2022: কাতার বিশ্বকাপে আছেন রোনাল্ডো
ভক্তদের ধন্যবাদ সিআর সেভেনের।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 3:36 PM

পোর্তো: বর্তমান বিশ্বের দুই তারকাকে নিয়েই হচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২ (Qatar World Cup 2022)। গত বছর ১৬ নভেম্বর বিশ্বকাপের টিকিট পাকা করেছিল মেসির (Messi) আর্জেন্টিনা (Argentina)। কিন্তু রোনাল্ডোর (Ronaldo) পর্তুগালকে (Portugal) নিয়ে প্রশ্ন ছিল। মঙ্গলবার রাতে সব প্রশ্নের উত্তর দিল রোনাল্ডোর পর্তুগাল। প্লে অফের ম্যাচে নর্থ ম্যাসিডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পাকা করলেন রোনাল্ডোরা। কেরিয়ারের পঞ্চম এবং হয়তো বা শেষ বিশ্বকাপটা খেলবেন ক্রিশ্চিয়ানো। রোনাল্ডোর ক্লাব সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজ জোড়া গোল করে জয় এনে দিলেন। প্রথম গোল ম্যাচের ৩২ মিনিটে। দ্বিতীয় গোল ৬৫ মিনিটে। একটি গোল করালেন দিয়েগো জোটা, আর একটি রোনাল্ডোর পাস থেকে। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন সিআর সেভেন। এবার কাতারে আরও একটা বিশ্বকাপে দেখা যাবে তাঁকে।

বিশ্বকাপ কেরিয়ারে রোনাল্ডো খেলেছেন ১৭টি ম্যাচ। করেছেন, সাতটি গোল। যার মধ্যে চারটি গোলই এসেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সে বার স্পেনের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সিআর সেভেন। রোনাল্ডোর খেলা ১৭টি ম্যাচের মধ্যে ছটি ম্যাচ জিতেছে পর্তুগাল। হার পাঁচটি ম্যাচ। বাকি ছটি ম্যাচ ড্র। রোনাল্ডোর নেতৃত্বে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। কিন্তু এখনও বিশ্বজয় করতে পারেনি ইউসেবিয়োর দেশ। এবার রোনাল্ডো স্বপ্নপূরণ করতে পারবেন?

রোনাল্ডোর যে কতি বিশ্বকাপ খেলেছেন, তার মধ্যে ২০০৬ জার্মানি বিশ্বকাপে সব থেকে ভালো পারফরম্যান্স তাদের। সেবার চতুর্থ স্থানে শেষ করেছিল পর্তুগাল। কিন্তু তারপর থেকে আর কোরায়্টার ফাইনালের টিকিও জোগাড় করতে পারেনি পর্তুগাল। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ স্টেজ ও ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেও রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। এ বার কি হবে? বিশ্বকাপের টিকিট পাকা করে নিজের ইনস্টাগ্রেমে দলের ছবি পোস্ট করে লিখেছেন, “গোল অ্যাচিভড। আমরা কাতার বিশ্বকাপে আছি। আমরা আমাদের সঠিক জায়গায়। সব পর্তুগাল সমর্থককে ধন্যবাদ।”

আরও পড়ুন : Lusia Harris: অস্কারের মঞ্চে মহিলা বাস্কেটবলার