East Bengal : এগিয়ে থেকেও ড্র! সুপার কাপে হতাশার শুরু ইস্টবেঙ্গলের
Hearo Super Cup : আত্মবিশ্বাস নিয়ে বিরতিতে গেলেও আনন্দ দীর্ঘস্থায়ী হল না ইস্টবেঙ্গলের। রক্ষণ ভাগ শুরু থেকেই ভয় ধরাচ্ছিল। আক্রমণেও ধার নেই। দ্বিতীয়ার্ধে ভুগতে হল।

কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগে হতাশার মরসুম শেষ হয়েছে। তার আগে ডুরান্ড কাপও ছিল। নতুন মরসুমের জন্য় ইতিমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে লাল-হলুদ। বদল হচ্ছে কোচও। মরসুম শেষে সুপার কাপে তাই ভালো ফল করতে মরিয়া ইস্টবেঙ্গল। কোচ স্টিফেন কনস্ট্য়ান্টাইনের এটিই শেষ অ্যাসাইনমেন্ট। আইএসএলে ব্য়র্থতার জন্য় বারবার ফুটবলারদেরই দায়ী করেছেন কোচ স্টিফেন। নানা মন্তব্য়েও টিমের অস্বস্তি বাড়িয়েছেন। সুযোগ রয়েছে সুপার কাপে ভালো পারফর্ম করে শেষটা ভালো করার। তার জন্য় শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। এগিয়ে থেকেও ড্র ইস্টবেঙ্গলের। খেলাও মন ভরাল না। সুপার কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ১-১ ড্র ইস্টবেঙ্গলের। প্রথমার্ধেই এগিয়ে যায় স্টিফেনের দল। দ্বিতীয়ার্ধেই খেলার রং বদল। বিস্তারিত TV9Bangla-য়।
ইন্ডিয়ান সুপার লিগে এ বারের মরসুমে ওড়িশা এফসির বিরুদ্ধে দুই লেগেই হেরেছে ইস্টবেঙ্গল। সুপার কাপে চার দলের গ্রুপ। শীর্ষে থাকা একটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। কার্যত নকআউট টুর্নামেন্টই। একটা হার মানেই সেমিফাইনালের সুযোগ হারানো। ওড়িশা এফসির বিরুদ্ধে এ দিন প্রথমার্ধে মাত্র একটি শট নেয় ইস্টবেঙ্গল। তা থেকেই গোল। প্রথমার্ধে আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোল পান মোবাশির। কোনও ভুল করেননি। উইথ দ্য় বল গোলের দিকে কিছুটা দৌড়েই শট। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলকে ১-০ এগিয়ে দেন মোবাশির।
আত্মবিশ্বাস নিয়ে বিরতিতে গেলেও আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ইস্টবেঙ্গলের। রক্ষণ ভাগ শুরু থেকেই ভয় ধরাচ্ছিল। আক্রমণেও ধার নেই। দ্বিতীয়ার্ধে ভুগতে হল। ওড়িশা এফসির লাগাতার আক্রমণের চাপ ধরে রাখতে ব্য়র্থ ইস্টবেঙ্গল। ম্য়াচের ৭৩ মিনিটে ওড়িশা এফসির হয়ে সমতা ফেরান নন্দ কুমার। ম্য়াচের আগের দিন আবহাওয়া, ব্য়বস্থাপনা নিয়ে নানা কাঁদুনি গেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। এএফসির স্লট ছাড়া এই টুর্নামেন্টের কোনও গুরুত্ব নেই, এমনটাই মন্তব্য় করেছিলেন স্টিফেন। দলের পারফরম্য়ান্সেও কোনও তাগিদ ধরা পড়ল না। শেষ দিকে জ্যাক জার্ভিসের শট পোস্টে লাগে। গোলের সামনে থেকে জার্ভিসের দুর্বল শট সহজেই আটকে দিলেন ওড়িশা এফসির গোলরক্ষক। ম্য়াচে সব মিলিয়ে লক্ষ্যে ৪টি শট নিল ইস্টবেঙ্গল। যদিও জিতে মাঠ ছাড়া হল না। এই ম্য়াচেও গোল মিসকেই দায়ী করলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন।





