Imane Khelif: ছেলে না মেয়ে… মিলল চাঞ্চল্যকর তথ্য, ইমান খালিফের লিঙ্গ বিতর্ক তুঙ্গে
Paris Olympics 2024: আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল ইমান খালিফকে নিয়ে বারবার বিতর্কের মুখে পড়েছে। নানা সময় আইওসির নানা মন্তব্যও নিয়েও কম সমালোচনা হয়নি। ইমানের নতুন রিপোর্ট নিয়ে আইওসি কী বলে, তা নিয়েও রয়েছে আগ্রহ।
কলকাতা: বিশ্ব ক্রীড়ামহলে সবচেয়ে চর্চিত অ্যাথলিট তিনিই। আরও ভালো করে বললে, আলজেরিয়ান বক্সার ছেলে না মেয়ে, তা নিয়েই আলোচনা হয়েছে প্যারিস অলিম্পিক জুড়ে। তিনি মেয়েদের বক্সিংয়ে সোনাও জিতেছেন। সেই ইমান খালিফ আবার বিতর্কের কেন্দ্রে। ফ্রান্সের সাংবাদিক ডাফার অদিয়ার হাতে এমন কিছু তথ্য এসেছে, যা বিতর্কের আগুন আরও উস্কে দিয়েছে। ইমান মেয়ে নন ছেলে, এমনই ইঙ্গিতই মিলছে সেই রিপোর্ট থেকে। আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল ইমান খালিফকে নিয়ে বারবার বিতর্কের মুখে পড়েছে। নানা সময় আইওসির নানা মন্তব্যও নিয়েও কম সমালোচনা হয়নি। ইমানের নতুন রিপোর্ট নিয়ে আইওসি কী বলে, তা নিয়েও রয়েছে আগ্রহ।
যে রিপোর্ট ফরাসি সাংবাদিক পেয়েছেন তাতে দেখা গিয়েছে, অভ্যন্তরীন অণ্ডকোষ রয়েছে ইমানের। সঙ্গে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। যার অর্থ হল, ফাইভ-আলফা রিডাক্টেসের ঘাটতি হয়েছে তাঁর। অর্থাৎ, এমন একটি অবস্থা যা জন্মের আগে এবং বয়ঃসন্ধির সময় পুরুষের যৌন বিকাশকে প্রভাবিত করে। এই রিপোর্ট ২০২৩ সালে প্যারিস ও আলজিরিয়ার দুটি হাসপাতালের নামী একদল চিকিৎসক করেছিলেন। তাতে জরায়ু অনুপস্থিত এবং ছোট পুরুষাঙ্গের প্রমাণ মিলেছে। ওই দুটি রিপোর্টের সময়ই চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন অস্ত্রোপচারের। যাতে লিঙ্গ পরিচয় জাতীয় বিতর্ক মেটানো যায়। ২০২৩ সালেই দিল্লিতে আয়োজিত বিশ্ব বক্সিং মিটের ফাইনালে তাঁকে নামতে দেওয়া হয়নি। তখন থেকেই বিতর্ক আকাশ ছুঁয়েছিল। তাই আরও একবার মাথাচাড়া দিল।
প্যারিস অলিম্পিকের সময় কিন্তু ইমান খালিফকে নিয়ে কম বিতর্ক হয়নি। পিয়ের্স মর্গ্যান থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, সকলেই লিঙ্গ বিতর্ক নিয়ে ক্রীড়া নীতির পরিবতর্নের কথা বলেছিলেন। কিন্তু তাতেও কিছু হয়নি। উল্টে খালিফ সোনা জিতে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেন বক্সিংয়ের দুনিয়ায়। খালিফ বলেছেন, ‘আমি মেয়ে হিসেবে জন্মেছি, মেয়ে হিসেবে বড় হয়েছি, বেঁচেছি।’