Asian Kabaddi Championship 2023 : এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের ইতিহাস, ফাইনালে ইরানকে হারিয়ে অষ্টম বার চ্যাম্পিয়ন
এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে ভারত। ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়ে ভারতীয় দল।
বুসান : এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে (Asian Kabaddi Championship 2023) ভারতের জয়জয়কার। শুক্রবার এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ফলাফলে কবাডিতে ইতিহাস গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। এই নিয়ে অষ্টম বার কবাডিতে এশিয়ান চ্যাম্পিয়ন হল ভারত। কোরিয়া রিপাবলিকের বুসানে ভারত বনাম ইরান ম্যাচের ফলাফল ৪২-৩২। মোট ৯টি মরসুম খেলে আট বারই খেতাব এল ভারতের ঘরে। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিয়েছিল। ভারত ছাড়া ইরান, জাপান, কোরিয়া, চিনা তাইপে ও হংকং। লিগ পর্বে ভারতের সবচেয়ে বড় জয় ৭৬-১৩। এবং সবথেকে কম স্কোরে জয় ৩৩-২৮। বিস্তারিত রইল TV9 Bangla Sports -র এই প্রতিবেদনে।
অথচ ম্যাচের শুরু থেকে রাশ বজায় রেখেছিল ইরান। সুপার ১০-টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় ক্যাপ্টেন পবন সেহরাওয়াত। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল ভারত। তবে ডিফেন্ডারদের কয়েকটি ট্যাকেল পয়েন্ট এবং ক্যাপ্টেন পবন সেহরাওয়াতের সঙ্গে আসলাম ইনামদারের সফল রেড ইরানকে প্রথম দশ মিনিটে ইরানকে প্রথম বার অলআউট করে দেয়। দ্বিতীয়ার্ধে নিজেদের দোষে ইরানকে কিছু সহজ বোনাস পয়েন্ট দিয়ে দেয় ভারচ। যদিও ১৯তম মিনিটে ইরানকে দ্বিতীয় বার অলআউট করে দেন পবন সেহরাওয়াতরা। একটা সময় ভারতের পক্ষে স্কোর ছিল ২৩-১১।
Team ?? Asian CHAMPIONS ?!
With the score of 42-32 in the final match against ??, Team ?? retains the Asian Kabaddi Championship Title!
Meet our champions which include 6️⃣ #NCOEAthletes from @SAI_Gandhinagar
Kudos to the entire team ? Well played boys??? pic.twitter.com/UzAgnpEuFR
— SAI Media (@Media_SAI) June 30, 2023
যদিও ইরানের অধিনায়ক মহম্মরেজা শাদলোই ২৯তম মিনিটে দুই পয়েন্ট নিয়ে ভারতকে প্রথম বার অলআউট করতে সাহায্য করেন। ম্যাচের যখন মিনিট দুয়েক বাকি তখন স্কোর ৩৮-৩১- এ নামিয়ে নিয়ে এসেছিল ইরান। চাপে পড়লেও শেষমেশ ৪২-৩২ ব্যবধানে জিতে খেতাব আসে ভারতের ঘরে। ভারত লিগ পর্বের পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছিল। দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছয় ইরান।