Indonesia Masters 2022: ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য

২০ বছরের এই ভারতীয় শাটলার বিশ্বের ১৩ নম্বর রাসমাসকে ২১-১৮, ২১-১৫'র স্ট্রেট গেমে হারান। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাত্র ৫৪ মিনিট সময় নেন লক্ষ্য।

Indonesia Masters 2022: ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2022 | 5:15 PM

জাকার্তা: স্বপ্নের ফর্ম অব্যাহত ভারতীয় শাটলার। ইন্দোনেশিয়া মাস্টার্স (Indonesia Masters 2022) সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া তরুণ এই ভারতীয় শাটলার স্ট্রেট গেমে জিতে শেষ আটে পৌঁছান। ডেনমার্কের রাসমাস গেমকে-কে হারান লক্ষ্য সেন। কিছুদিন আগেই ব্যাডমিন্টনে (Badminton) ইতিহাস গড়েছে ভারত। প্রথমবার থমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লক্ষ্য। থমাস কাপের ফাইনালে প্রথম সিঙ্গলস ম্যাচটি জিতে ভারতের শুরুয়াত ভালো করেছিলেন লক্ষ্য। সেই থেকেই দারুণ ছন্দ পায় ভারত। জাকার্তায় ইন্দোনেশিয়া মাস্টার্সে এ দিন ২০ বছরের এই ভারতীয় শাটলার বিশ্বের ১৩ নম্বর রাসমাসকে ২১-১৮, ২১-১৫’র স্ট্রেট গেমে হারান। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাত্র ৫৪ মিনিট সময় নেন লক্ষ্য।

রাসমাস গেমকের বিরুদ্ধে এই প্রতিযোগিতাতেই প্রথম খেললেন লক্ষ্য। প্রথম গেমে শুরুতে ০-৩ পিছিয়ে ছিলেন লক্ষ্য। সেখান থেকে দ্রুত ৯-৬ করেন। ১১-১০ এ এগিয়ে বিরতিতে যান গেমকে। এরপর অপ্রতিরোধ্য হয়ে ওঠেন লক্ষ্য। ৬টি স্ট্রেট পয়েন্ট জিতে ১৬-১২ তে এগোন এবং ২১-১৮ ব্যবধানে প্রথম গেম জেতেন। দ্বিতীয় গেমে শুরুতে সমানে সমানে লড়াই হয়। যদিও ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় গেম এবং ম্যাচ জেতেন লক্ষ্য।

প্রতিযোগিতার সপ্তম বাছাই লক্ষ্য সেনের সামনে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে লক্ষ্য-র প্রতিপক্ষ প্রতিযোগিতার তৃতীয় বাছাই চাইনিস তাইপের চৌ তিয়েন চেন। ভারতের ইতিহাস গড়া থমাস কাপে এই প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেছিলেন লক্ষ্য।