Star in Bikini Look: অন্তর্বাসে নেই, অন্তরে বাস করি, এই বার্তাই কি দিলেন Braless পেইজ ভ্যানজ্যান্ট?
নীল সমুদ্রের বুকে চুটিয়ে ছুটি উপভোগ করছেন পেইজ।
মার্কিন মিক্সড মার্শাল আর্ট তারকা পেইজ ভ্যানজ্যান্ট (Paige VanZant) আবারও একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন। সদ্য ইন্সটাগ্রামে (Instagram) পেইজ তাঁর মডেল বান্ধবী ইরেকা (Airwrecka) সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর তাতেই আগুন ঝরালেন পেইজ ও তাঁর বান্ধবী। নীল সমুদ্রের বুকে চুটিয়ে ছুটি উপভোগ করছেন পেইজ। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় পেইজ। তাঁর ভক্তদের কখনও তিনি নিরাশ করেন না। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় বিকিনি বেশে একাধিকবার আগুন ঝরিয়েছেন পেইজ। তবে এ বার তিনি তাঁর বান্ধবীর সঙ্গে ব্রা-লেস ছবি শেয়ার করেছেন ইন্সটাতে। যে ছবিতে দেখা যায় পেইজ ও তাঁর বান্ধবী অন্তর্বাস হাওয়ায় উড়িয়ে দিয়ে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে পেইজ লেখেন, ‘Tits to the wind!!!’
২৮ বছরের পেইজ চলতি বছরের শেষের দিকে অল এলিট রেসলিংয়ে অভিষেক করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইন্সটাতে ভীষণ জনপ্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৩.২ মিলিয়ন। পেইজ ভীষণ ঘুরতে ভালোবাসেন। তিনি যে জায়গাতেই ঘুরতে যান না কেন, সেখান থেকে সুন্দর সুন্দর ছবি পোস্ট করে ভক্তদের আবদার মেটান। সম্প্রতি ইরেকার সঙ্গে এক নীলসমুদ্রের বুকে সুন্দর এক ইয়র্ট থেকে নজরকাড়া ছবি শেয়ার করেছেন। যে ছবিতে দু’জনেরই অন্তর্বাসে নেই। তবে কোনওভাবে সেই ছবির মধ্যে দিয়েই তিনি তাঁর ভক্তদের অন্তরে বাস করবেন তা নিশ্চিতভাবেই বলা যায়।
View this post on Instagram
মার্কিন পেশাদার মিক্সড মার্শাল আর্ট তারকা অস্টিন ভেন্ডারফোর্ড হলেন পেইজের স্বামী। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। পেইজ অনেক সময় তাঁর স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরেন।
View this post on Instagram