Wimbledon 2022: উইম্বলডনে জিতলেই এ বার রেকর্ড টাকার থলি নিয়ে বাড়ি ফিরবেন চ্যাম্পিয়নরা
এ বারের উইম্বলডনে (Wimbledon) ব়্যাঙ্কিং পয়েন্ট থাকছে না। যার ফলে অনেক টেনিস প্লেয়ারই এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ হারাচ্ছেন। কিন্তু টুর্নামেন্ট আকর্ষণীয় করার জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার মূল্যের ব্যাপারে ঘোষণা করল অল ইংল্যান্ড ক্লাব। এ বারের উইম্বলডনের পুরস্কার মূল্য রাখা হয়েছে ৪০.৩ মিলিয়ন পাউন্ড।
Most Read Stories