Hockey world cup 2023: তাজমহল দেখে মুগ্ধ, তবে ওয়েলশ ফ্যানদের থাকার জায়গা অমিল
বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝাঁ চকচকে বীরসা মুণ্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম তৈরি হয়েছে। কিন্তু অতিথিদের থাকার মতো ঠিকঠাক জায়গা পাওয়া মুশকিল।
রৌরকেল্লা: গ্যারেথ বেলের দেশ থেকে এতটা পথ উজিয়ে ভারতে এসেছেন তাঁরা। লিন মর্গ্যান ও তাঁর মতোই আরও ১৬ জন হকির সুপারফ্যান। হকি বিশ্বকাপ শুরু হয়েছে আজ, ১৩ জানুয়ারি থেকে (Hockey world cup 2023)। বিশ্বকাপে ওয়েলশ (Welsh) টিমকে সাপোর্ট করতে সময় থাকতেই দল বেঁধে ভারতে চলে এসেছেন লিনরা। কটকের বরাবাটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন। এরইমধ্যে তাজমহল দর্শনও হয়ে গিয়েছে। মোগল সম্রাট শাহজাহান ও মুমতাজের প্রেমের প্রতীকের স্থাপত্য নিদর্শন মুগ্ধ করেছে অতিথিদের। সেই মুগ্ধতার রেশ নিয়ে আজ থেকে দলের হয়ে গলা ফাটানোর জন্য তৈরি। দলের ম্যাচ দেখতে আট ঘণ্টা ধরে যাতায়াত করতে হবে ওয়েলশ ফ্যানদের। কিন্তু কেন? তুলে ধরল TV9 Bangla।
হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা রয়েছে রৌরকেল্লায়। বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝাঁ চকচকে বীরসা মুণ্ডা স্টেডিয়াম তৈরি হয়েছে। কিন্তু অতিথিদের থাকার মতো ঠিকঠাক জায়গা পাওয়া মুশকিল। ট্রাভেল এজেন্ট লিনদের জন্য রৌরকেল্লায় হোটেল খুঁজে পাননি। তাঁদের রাঁচির হোটেলে থাকা অপশন দেওয়া হয়েছে। ম্যাচের দিনগুলিতে চার ঘণ্টা পথ অতিক্রম করে রাউরকেল্লায় যেতে হবে। ম্যাচ শেষে হোটেলে ফেরার জন্য আবার চার ঘণ্টার যাত্রা। প্রিয় দলকে সমর্থনের জন্য এটুকুও মেনে নিয়েছেন ওয়েলশ সমর্থকরা।
বৃহস্পতিবার তাজমহল দেখে ও সাইট সিয়িং করে রাঁচিতে ফিরেছেন লিন মর্গ্যানরা। ওয়েলশ হকি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতেই ভারতের দর্শনীয় স্থানগুলির খোঁজ শুরু করেছিলেন লিন ও তাঁর দলবল। চার স্তম্ভের শ্বেতশুভ্র স্থাপত্য তাজমহলের ছবি দেখেই চোখ ধাঁধিয়ে গিয়েছিল। বাস্তবে তো আরও সুন্দর। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লিন বলেছেন, “ঠিক যেমনটা শুনেছিলাম, তাজমহল তেমনই সুন্দর।” একসময় অ্যাশফোর্ড হকি ক্লাবের হয়ে খেলেছেন। পরের পাঁচ দশক ধরে ক্লাবের হয়ে কাজ করছেন লিন।
এ বছরই হকি বিশ্বকাপে অভিষেক হচ্ছে ওয়েলশের। লিন মর্গ্যানদের দলের মধ্যে বেশিরভাগ সদস্যের এটাই প্রথম ভারত সফর। এখনও পর্যন্ত ভারতে সময়টা দারুণ কেটেছে তাঁদের। রৌরকেল্লায় হোটেল না পেলেও অভিযোগ তোলেননি। লিন অ্যান্ড কোম্পানি বলছে, জাতীয় দলকে সমর্থনের জন্য আমরা যে কোনও সমস্যাকে আপন করে নিতে পারি। লিনরা খবর পেয়েছেন, ইংল্যান্ডের কিছু সমর্থকও একই সমস্যায় পড়েছেন। তাঁরাও ম্যাচের দিন আসা যাওয়ায় মোট আট ঘণ্টার যাত্রা করবেন।
বিশ্বকাপে ওয়েলস পুল ডি-তে ভারতের সঙ্গেই রয়েছে। শুক্রবার হকি বিশ্বকাপের প্রথমদিন তাঁরা অভিযান শুরু করছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর স্পেনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ১৫ জানুয়ারি। এরপর ভারতের বিরুদ্ধে ওয়েলশ ম্যাচ খেলবে ভুবনেশ্বরে। আয়োজক ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য মুখিয়ে লিন ব্রিগেড।