Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023, Table Tennis : বিশ্বমঞ্চে বাজিমাত, এ বার এশিয়ান গেমস টিটিতে সুতীর্থা-ঐহিকা জুটি

Sutirtha Mukherjee & Ayhika Mukherje : ঘোষিত ১০ জন সদস্যের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা। পুরুষদের দলকে নেতৃত্ব দেবেন শরথ কমল। বাকিরা হলেন জি সাতিয়ান, হরমীত দেশাই, মানব ঠক্কর।

Asian Games 2023, Table Tennis : বিশ্বমঞ্চে বাজিমাত, এ বার এশিয়ান গেমস টিটিতে সুতীর্থা-ঐহিকা জুটি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 10:00 AM

কলকাতা : বিশ্বমঞ্চে বাজিমাত করেছে বাংলার টেবিল টেনিস জুটি সুতীর্থা (Sutirtha Mukherjee) ও ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherje)। জুন মাসে WTT কন্টেন্ডার টুর্নামেন্টে মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন হন সুতীর্থা-ঐহিকা। বিশ্বমঞ্চে বঙ্গতনয়াদের এই দাপুটে জয় প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাঁরা। এ বার এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে মঞ্চে দেখা যাবে (Asian Games 2023) বাংলার টেবল টেনিস জুটিকে। শনিবার এই দুটি প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে ভারতের টেবিল টেনিস ফেডারেশন। টিটিএফআই-র সিনিয়র সিলেকশন কমিটি ১০ জনের নাম ঘোষণা করেছে। শরথ কমল, জি সাতিয়ান, মণিকা বাত্রাদের পাশাপাশি ১০ জনের দলে জায়গা করে নিয়েছেন দুই বঙ্গকন্যা। সুতীর্থা ও ঐহিকা জুটি বেঁধে মেয়েদের ডাবলসে খেলবেন। এছাড়া দলগত বিভাগে রয়েছেন তাঁরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘোষিত ১০ জন সদস্যের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা। পুরুষদের দলকে নেতৃত্ব দেবেন শরথ কমল। বাকিরা হলেন জি সাতিয়ান, হরমীত দেশাই, মানব ঠক্কর। মেয়েদের টিমে অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণ। মণিকা বাত্রার নেতৃত্বে পাঁচজনের দলে বাকিরা হলেন সৃজা আকুলা, সুতীর্থা, ঐহিকা এবং দিয়া চিতালে। এশিয়ান গেমস সিঙ্গলসের জন্য বিশ্ব ব়্যাঙ্কিং, অভিজ্ঞতা থেকে চারজনকে বেছে নেওয়া হয়েছে। পুরুষদের সিঙ্গলসে শরথ কমল ও জি সাতিয়ান এবং মেয়েদের সিঙ্গলসে মণিকা বাত্রা ও সৃজা আকুলা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিটি প্যাডলারই সিঙ্গলসে অংশ নিতে পারবেন।

চল্লিশোর্ধ্ব শরথ কমল শুধুমাত্র ডাবলসে খেলবেন সাতিয়ানের সঙ্গে জুটি বেঁধে। মিক্সড ডাবলসে তিনি নেই। পুরুষদের ডাবলসে অপর জুটি হল মানব ঠক্কর এবং মানুষ শাহ। মণিকা বাত্রা মিক্সড ডাবলসে জুটি বাঁধছেন সাতিয়ানের সঙ্গে। ডাবলসে নেই মণিকা। এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সুতীর্থা-ঐহিকা জুটি ছাড়াও খেলবেন সৃজা আকুলা ও দিয়া চিতালে জুটি। মিক্সড ডাবলসে সৃজার পার্টনার হরমীত। কেরিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর থেকে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। চিনের হাংঝাওয়ে ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস।