Aadhaar Card Update: ফিঙ্গারপ্রিন্ট দিয়ে Aadhaar অথেন্টিকেশনে আরও কড়াকড়ি, UIDAI-এর নতুন পদক্ষেপ
Aadhaar-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের জন্য UIDAI একটি নতুন সিকিওরিটি মেক্যানিজ়ম নিয়ে হাজির হয়েছে। সাধারণ মানুষের Aadhaar Card নিয়ে জালিয়াতি করার চেষ্টা হলে তা ডিটেক্ট করতে সাহায্য করবে এই নতুন সুরক্ষা পদ্ধতি।

Aadhaar Card ভারতীয়দের দৈনন্দিন জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে, তার ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন সময়ে UIDAI-এর নানাবিধ আপডেট। আধার কার্ড নিয়ে সাধারণ মানুষ যাতে কোনও প্রতারণার শিকার না হন, তার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার, দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, Aadhaar-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের জন্য তারা একটি নতুন সিকিওরিটি মেক্যানিজ়ম নিয়ে হাজির হচ্ছে। ছাপোষা সাধারণ মানুষের আধার কার্ড নিয়ে জালিয়াতি করার চেষ্টা হলে তা ডিটেক্ট করতে সাহায্য করবে Aadhaar-এর এই নতুন সিকিওরিটি মেকানিজ়ম। UIDAI জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং (AI/ML) ভিত্তিক এই সিকিওরিটি মেকানিজ়ম ক্যাপচার করা আঙুলের ছাপের ‘লাইভনেস’ পরীক্ষা করতে ‘Finger Minutia এবং আঙুলের ছবি উভয়ের সংমিশ্রণ’ ব্যবহার করা হবে।
UIDAI has successfully rolled out a new AI/ML enabled security mechanism for robust fingerprint authentication, & faster detection of spoofing attempts.
Details: https://t.co/MUPDxA1iHT#UIDAI #Aadhaar #AIML #security #banking #telecom #bfsi #securityupgrade #technology pic.twitter.com/YVWd0Qa6aq
— Aadhaar (@UIDAI) February 28, 2023
UIDAI আরও জানিয়েছে যে, এই নতুন সুরক্ষা ব্যবস্থাটি আঙুলের ছাপ-ভিত্তিক (fingerprint-based) Aadhaar ভেরিফিকেশনের জন্যই নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তাদের দাবি, “এই নতুন ব্যবস্থাপনা আধার ভেরিফিকেশন সংক্রান্ত লেনদেনগুলিকে আরও শক্তিশালী এবং সুরক্ষিত করে তুলবে।” একটি বিবৃতি জারি করে UIDAI-এর তরফে বলা হচ্ছে, “কোনও মানুষের ফিঙ্গারপ্রিন্ট কতটা প্রকৃত, তা যাচাই করার জন্য এই নতুন টু-ফ্যাক্টর/লেয়ার অথেন্টিকেশন অ্যাড-অন চেক যোগ করছে, যাতে স্পুফিং প্রচেষ্টার সম্ভাবনা আরও কমানো যায়।”
Aadhaar-এর জন্য এই নতুন সুরক্ষা প্রক্রিয়াটি ব্যাঙ্কিং, টেলিকম এবং সরকারি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভাবে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়। এই সিকিওরিটি মেক্যানিজ়ম যে, আধার-ভিত্তিক অর্থপ্রদান ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং অসাধু উপাদানগুলির দ্বারা ম্যালিশিয়াস প্রচেষ্টাগুলি রোধ করবে, তা-ও একপ্রকার পরিষ্কার। তবে এই প্রচেষ্টায় সবথেকে বেশি উপকৃত হবেন পিরামিডের নীচের স্তরের মানুষজন।
UIDAI বলছে, “আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণরূপে কার্যকরী হয়ে উঠেছে। UIDAI-এর অংশীদার এবং ব্যবহারকারী সংস্থাগুলির সঙ্গে কয়েক মাস আলোচনা এবং তাদের হাত ধরার পরেই এই প্রক্রিয়াটি রোলআউট করা হয়েছে।”
দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাদের প্রধান কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়গুলি শীঘ্রই নতুন সুরক্ষিত অথেন্টিকেশন মোডে সুইচ করার জন্য কোনও সহায়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। খুব সহজে বলতে গেলে, এবার থেকে Aadhaar Authentication-এর জন্য এই নতুন ফিঙ্গরপ্রিন্ট সিকিওরিটি মেকানিজ়ম প্রত্যেক ভারতীয়কেই বাধ্যতামূলক ভাবে করে নিতে হবে। তার কারণ, আধার অথেন্টিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্টের পুরনো প্রক্রিয়া থেকে নতুন প্রক্রিয়ায় সুইচ করার কথা বলেছে UIDAI।





