মানবসঙ্গীর চাহিদা মেটাবে AI চালিত সেক্স রোবট, বিস্ফোরক দাবি Google কর্মীর
মহম্মদ মো গওদত নামের সেই গুগল কর্মী দাবি করলেন, বিছানাতেও মানুষকে প্রতিস্থাপন করতে চলেছে AI। তাঁর কথায়, AI নির্ভর সেক্স রোবটগুলি এতটাই প্রাণবন্ত হয়ে উঠবে যা মানবসঙ্গীর থেকে কোনও অংশে কম বোধ হবে না মানুষেরই।

মানব-মস্তিষ্ক নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নততর কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষের বুদ্ধিমত্তার ক্ষমতা নিয়ে চর্চা চলছে বেশ কিছু বছর ধরেই। কে কাকে টক্কর দিতে পারে, মানুষের বুদ্ধিমত্তাকে AI আদৌ টক্কর দিতে পারে কি না, এই সব বিতর্কের মাঝেই বিস্ফোরক দাবি করে বসলেন Google এর এক এগজ়িকিউটিভ। মহম্মদ মো গওদত নামের সেই গুগল কর্মী দাবি করলেন, বিছানাতেও মানুষকে প্রতিস্থাপন করতে চলেছে AI। তাঁর কথায়, AI নির্ভর সেক্স রোবটগুলি এতটাই প্রাণবন্ত হয়ে উঠবে যা মানবসঙ্গীর থেকে কোনও অংশে কম বোধ হবে না মানুষেরই।
ইউটিউবে টম বিলইউর পডকাস্ট শো ‘ইমপ্যাক্ট থিওরি’-তে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এ বিষয়ে কথা বলেন গওদত। সেখানে তিনি বলেছেন, AI শীঘ্রই আমাদের বিশেষ হেডসেট ব্যবহার করে যৌন অভিজ্ঞতার ভান করার অনুমতি দেবে। Apple এর Vision Pro বা একটি Quest 3 ঠিক যেমন ভাবে আমাদের ভার্চুয়াল রিয়্যালিটির জিনিসপত্র দেখায়, এক্ষেত্রেও ঠিক সেরকমই কিছু হতে চলেছে। AI-নির্ভর বটের সাহায্যে এই হেডসেটগুলি সেক্স রোবটের সঙ্গেও ঠিক মানবসঙ্গীর সঙ্গেই যৌনতার আনন্দ দেবে বলে দাবি করেছেন গওদত।
তিনি ব্যাখ্যা করে বলছেন, কখনও কখনও আমাদের মস্তিষ্ক খুব সহজেই এমন কিছুর দ্বারা প্রতারিত হতে পারে যা বাস্তব নয়। যদি AI মানুষের মতো কাজ করতে পারে এবং অনুভব করতে পারে, তাহলে আমাদের অভিজ্ঞতা বাস্তব কি না তা জানা আমাদের পক্ষেই কঠিন হতে পারে। গওদত এমনও একটি সম্ভাবনার কথাও বলেছিলেন, যেখানে প্রযুক্তি সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি আমাদের মনে করতে পারে যে, আমরা অন্য ব্যক্তির সঙ্গে কথা বলছি, যোগাযোগ করছি এবং ভবিষ্যতে আমাদের এমন একজন মানব সঙ্গীর প্রয়োজনও না-ও হতে পারে।
মানুষের জীবনে সম্পর্ক বিষয়টা বড্ড জটিল এবং অগোছালোও হতে পারে। গওদত মনে করেন, AI এতটাই অ্যাডভান্সড হতে পারে যে তা একজন মানুষের অপরজনের প্রতি মানসিক এবং আবেগপ্রবণতার ভান করতে সম্পূর্ণ ভাবে তা কপি করতে পারে। আপনি যেমন আপনার বন্ধু বা সঙ্গীর সঙ্গে ঠিক যেরকম মানসিক ভাবে সম্পর্কে আবদ্ধে থাকেন, তার সব কিছু হুবহু কপি করতে সক্ষম হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমনটাই বলছেন গওদত।
গুগলের এই কর্মী আর একটা বিষয়ে জোর দিয়ে বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে মানুষ যদি একটা সংযোগ অনুভব করেন, তাহলে তা বাস্তব নাকি মেকি, তা নিয়ে কিছু যাবে-আসবে না! সবশেষে নিজের বিশ্বাসের প্রসঙ্গ তুলে গওদত বললেন, প্রেম এবং সম্পর্ক নিয়ে আমাদের চিন্তাভাবনার অনেকখানিই পরিবর্তন করবে AI।
