BYD Atto 3 ইলেকট্রিক কার লঞ্চ হল ভারতে, 34 লাখ টাকায় তাক লাগানো ফিচার
চিনা ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা BYD তার Atto 3 ইলেকট্রিক SUV লঞ্চ করেছে ভারতে। দাম তার বিরাট চড়া, 34 লাখ টাকা। এর মধ্যেই BYD Atto 3 ইলেকট্রিক SUV-র বুকিং ভারতে 1,500 ছাপিয়ে গিয়েছে।

BYD Atto 3 India Launch: চিনা ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা BYD তার Atto 3 ইলেকট্রিক SUV লঞ্চ করেছে ভারতে। দাম তার বিরাট চড়া, 34 লাখ টাকা। এর মধ্যেই BYD Atto 3 ইলেকট্রিক SUV-র বুকিং ভারতে 1,500 ছাপিয়ে গিয়েছে। গত মাসে BYD তার Atto 3 ইলেকট্রিক SUV-র পর্দা উন্মোচন করেছিল। তারপর 11 অক্টোবর থেকে মাত্র 50,000 টাকায় এই ইলেকট্রিক মাইক্রো এসইউভি-র বুকিং শুরু হয়ে যায়। সংস্থাটি এর আগে জানিয়েছিল, গাড়ির ডেলিভারি শুরু হবে 2023 সালের জানুয়ারি মাসে। প্রসঙ্গত, BYD Atto 3 Electric SUV ভারতে হুন্ডাই কোনা এবং MG ZS EV-র সঙ্গে জোরদার টক্কর দিতে চলেছে।
BYD Atto 3 গাড়িটির ইলেকট্রিক মোটর 200 hp ম্যাক্স পাওয়ার এবং 310 Nm পিক টর্ক প্রোডিউস করতে পারে। মাত্র 7.3 সেকেন্ডের মধ্যেই গাড়িটি 100 kmph গতি তুলতে পারে। তিনটি রাইডিং মোড রয়েছে- ইকো, নর্মাল এবং স্পোর্ট। এই ইলেকট্রিক SUV গাড়িটিতে রয়েছে 0.29 CD-র উইন্ড রেজ়িস্ট্যান্স কোএফিসিয়েন্ট। BYD Atto 3 গাড়িটির ARAI রেঞ্জ 521 km এবং NEDC রেঞ্জ 480 কিলোমিটারের। অর্থাৎ একবার চার্জে এই গাড়িটি 480 কিলোমিটার থেকে 521 কিলোমিটারের মধ্যে রেঞ্জ দিতে পারবে।
BYD Atto 3 গাড়িটির ব্যাটারি ক্যাপাসিটি 60.48kWh, যা ব্লেড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করছে। চিনা ইভি মেকারটি ভারতে এই মডেলের সঙ্গে ফাস্ট চার্জিং ক্যাপাসিটি দিয়েছে। সংস্থা দাবি করছে, মাত্র 50 মিনিটে গাড়িটি 80 শতাংশ পর্যন্ত চার্জ করে ফেলতে পারে। ARAI টেস্ট অনুযায়ী, গাড়িটির রেঞ্জ 521 কিলোমিটার। BYD এই গাড়ির সঙ্গে 8 বছরের ওয়ারান্টি দিচ্ছে, যা 1.6 লক্ষ কিলোমিটার পর্যন্ত কভার করবে বলে সংস্থা জানিয়েছে।
BYD-র Atto 3 গাড়িটি মোট চারটি কালার অপশনে উপলব্ধ। তার মধ্যে রয়েছে বোল্ডার গ্রে, পারকর রেড, স্কাই হোয়াইট এবং সার্ফ ব্লু। প্যানোরমিক সানরুফ রয়েছে গাড়িটিতে, যা গাড়িটির কেবিনে এয়ারনেসের সেন্স দিতে পারবে। ফিচার্সের দিক থেকে এই গাড়িটিতে 12.8 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন রয়েছে, যা একটি বাটন প্রেস করলেই রোটেট করা যাবে। এটি কানেক্ট করা রয়েছে 8-স্পিকার সিস্টেমের সঙ্গে। গাড়িটিতে 360 ডিগ্রি পার্কিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা টাইট পার্কিং সাইটে ড্রাইভারকে গাড়ি পার্ক করতে সাহায্য করবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে NFC কার্ড কী, ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং ইলেকট্রিক সিট অ্যাডজাস্টমেন্ট।
BYD Atto 3 দেশের সবথেকে নিরাপদতম ইলেকট্রিক চারচাকা গাড়ি হতে চলেছে। সম্প্রতি গাড়িটি ফাইভ-স্টার রেটিং প্রাপ্ত করেছে Euro NCAP ক্র্যাশ টেস্টে। BYD Atto 3 গাড়িটি Euro NACP টেস্টে 91 শতাংশ রেটিং পেয়েছে অ্যাডাল্ট প্রোটেকশনের জন্য এবং 89 শতাংশ রেটিং পেয়েছে চাইল্ড সেফটি সেগমেন্টে। অন্য দিকে সেফটি অ্যাসিস্ট্যান্স সেগমেন্টে এই ইলেকট্রিক ভেহিকলটি 74 শতাংশ স্কোর করেছে।
BYD এই ইলেকট্রিক SUV-র কাস্টমারদের একটি 7kW হোম চার্জার, 3kW পোর্টেবল চার্জিং বক্স, তিন বছরের ফ্রি 4G ডেটা সাবস্ক্রিপশন, 6 বছরের রোড অ্যাসিস্ট্যান্ট এবং 6 ফ্রি মেইন্টেন্যান্স সার্ভিস অফার করছে।
