AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পথচলা শুরু করার 21 মাসেই রেকর্ড, e-Sprinto ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা তুঙ্গে

2022 সালে অপারেশন শুরু করলেও 2023 সালেই e-Sprinto সবথেকে বেশি সংখ্যক মডেল লঞ্চ করেছে। নেটওয়ার্ক এক্সপ্যানসনের কাজটিও সেরকম ভাবে বলতে গেলে চলতি বছরেই শুরু করেছে ব্র্যান্ডটি। e-Sprinto জানিয়েছে, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই এবং দিল্লির মতো একাধিক শহরে তারা এখন স্কুটার বিক্রি করে।

পথচলা শুরু করার 21 মাসেই রেকর্ড, e-Sprinto ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা তুঙ্গে
ব্যাপক হারে বিক্রি হচ্ছে সস্তার এই ই-স্কুটার।
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 2:57 PM
Share

ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা e-Sprinto চলতি বছরে নতুন বেঞ্চমার্ক তৈরি করল। অপারেশন শুরু করার পর থেকে এখনও পর্যন্ত সংস্থাটি 8,000 ইলেকট্রিক স্কুটার বিক্রি করল। অপারেশন শুরু করার 21 মাসের মধ্যেই ব্র্যান্ডটি এই নজির সৃষ্টি করেছে। প্রসঙ্গত, 2022 সালের মার্চ মাসে e-Sprinto তাদের পথচলা শুরু করে। এখনও বছরটা শেষ হতে কয়েক দিন বাকি আছে। বিদ্যুচ্চালিত স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি মনে করছে, 2023 সালের শেষ পর্যন্ত 10,000 স্কুটার বিক্রির রেকর্ড ছাপিয়ে যাবে তারা।

2022 সালে অপারেশন শুরু করলেও 2023 সালেই e-Sprinto সবথেকে বেশি সংখ্যক মডেল লঞ্চ করেছে। নেটওয়ার্ক এক্সপ্যানসনের কাজটিও সেরকম ভাবে বলতে গেলে চলতি বছরেই শুরু করেছে ব্র্যান্ডটি। e-Sprinto জানিয়েছে, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই এবং দিল্লির মতো একাধিক শহরে তারা এখন স্কুটার বিক্রি করে।

e-Sprinto এর সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর অতুল গুপ্তা বলছেন, “ইলেকট্রিক স্কুটার বিক্রি করে 8000 এর মাইলস্টোন ছুঁতে পেরে আমরা সত্যিই খুব খুশি। উদ্ভাবন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের নিরিখে এই বিক্রিবাট্টা আমাদের সবসময়ই আলাদা উন্মাদনা যোগায়। ভবিষ্যতের দিকে চোখ রেখে এই সংখ্যাটাকেই আমরা বাড়িয়ে 10,000 ইউনিট করতে চাই 2024 সালের মধ্যে।”

e-Sprinto জানিয়েছে, ইয়ার অন ইয়ার রেভিনিউর দিক থেকে তারা 50% বৃদ্ধি করেছে। অর্থাৎ গত বছর সংস্থাটি যে পরিমাণ ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছিল, তার অর্ধেকেরও বেশি পরিমাণ মডেল তারা এবারে বিক্রি করেছে।

এই মুহুর্তে ই-স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি e-Sprinto LKS, Rapo এবং Roamy-র মতো তিনটি চমৎকার মডেল বিক্রি করছে। এদের মধ্যে হাই-স্পিড এবং লো-স্পিড দুই ক্যাটেগরির স্কুটারই রয়েছে। চলতি বছরের শুরুতেই Amery নামক আরও একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল e-Sprinto।