AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এসে গেল KTM 390 Adventure X, আগের মডেলের থেকে 60,000 টাকা কম দাম

KTM 390 Adventure-এর একটি সস্তার ভার্সন KTM 390 Adventure X লঞ্চ করা হল ভারতে। এই নতুন কেটিএম বাইকের দাম দেশের বাজারে 2.80 লাখ টাকা (এক্স-শোরুম), যা 390 অ্যাডভেঞ্চারের থেকে প্রায় 59,000 টাকা সস্তা। কী-কী নতুন ফিচার ও স্পেসিফিকেশন এই লেটেস্ট কেটিএম বাইকে দেওয়া হয়েছে, দেখে নিন।

এসে গেল KTM 390 Adventure X, আগের মডেলের থেকে 60,000 টাকা কম দাম
সস্তায় অ্যাডভেঞ্চারে KTM-এর নতুন বাজি।
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 7:32 PM
Share

KTM ভারতে একটি নতুন বাইক লঞ্চ করল। লেটেস্ট মডেলটি KTM 390 Adventure-এর একটি সস্তার ভার্সন, নাম KTM 390 Adventure X। এই নতুন কেটিএম বাইকের দাম দেশের বাজারে 2.80 লাখ টাকা (এক্স-শোরুম), যা 390 অ্যাডভেঞ্চারের থেকে প্রায় 59,000 টাকা সস্তা। এই মুহূর্তে 390 অ্যাডভেঞ্চার মডেলটি দেশের বিভিন্ন শোরুম থেকে 3.39 লাখ টাকাতেই বিক্রি করা হচ্ছে। তবে, 390 Adventure X থেকে একাধিক ফিচার তুলে নিয়েছে KTM। আর সেই কারণেই নতুন বাইকের দাম কমও রাখা হয়েছে। পাশাপাশি কম দামে এই ভার্সন নিয়ে আসার আর একটি উদ্দেশ্য হল, এই প্রাইস ক্যাটেগরির মধ্যে একাধিক অ্যাডভেঞ্চার বাইকের সঙ্গে টক্কর দেওয়া। নতুন 390 অ্যাডভেঞ্চার এক্স বাইকটি বিক্রি করা হবে মোট দুটি কালার অপশনে- ইলেকট্রনিক অরেঞ্জ এবং ডার্ক গ্যালভানো।

KTM 390 Adventure X: ফিচার্স ও স্পেসিফিকেশনস

এই নতুন কেটিএম বাইকে আগের অ্যাডভেঞ্চার ভার্সনের মতো থাকছে রাইড বাই ওয়্যার, ডুয়াল চ্যানেল এবিএস, অফ-রোড এবিএস, 12V অ্যাক্সেসারি সকেট এবং LED লাইটিং। তবে এতে TFT স্ক্রিনের পরিবর্তে দেওয়া হয়েছে একটি LCD ড্যাশবোর্ড। এই লেটেস্ট অ্যাডভেঞ্চার বাইকটির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল (MTC), স্ট্রিট এবং অফ-রোড রাইড মোড, কর্নারিং ABS, কুইকশিফ্টার প্লাস-সহ আরও অনেক কিছু।

তবে বাইকটির হার্ডওয়্যার সংক্রান্ত কোনও পরিবর্তন সে ভাবে করা হয়নি। 390 Adventure X-এ থাকছে স্প্লিট ট্রেলিস ফ্রেম, 43 mm WP Apex USD ফ্রন্ট ফর্কস ও রিয়ার মনোশক, 200 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সামনে 320 mm ডিস্ক এবং পিছনে 230 mm ডিস্ক।

নতুন বাইকটির ইঞ্জিনেও তেমন কোনও পরিবর্তন করা হয়নি। স্ট্যান্ডার্ড অ্যাডভেঞ্চার বাইকের মতোই এতে থাকছে 373 cc, লিক্যুইড কুলড ইউনিট যা 42.9 bhp এবং 37 Nm পিক টর্ক প্রোডিউস করতে পারে। এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ সহযোগে একটি 6-স্পিডের গিয়ারবক্সের সঙ্গে।

KTM 390 Adventure X: কোম্পানি কী বলছে?

নতুন অ্যাডভেঞ্চার বাইকটি লঞ্চ করে বাজাজ অটে লিমিটেডের প্রো-বাইকিং ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট সুমিত নারাং বলছেন, “এই সেগমেন্টে অন এবং অফ রোডে অ্যাডভেঞ্চার মোটরসাইকেলগুলি ভারতে খুবই জনপ্রিয়তা পাচ্ছে। FY 23-এ আমরা KTM Adventure মডেলের 60% গ্রোথ লক্ষ্য করেছি। যে বিষয়টা নজর ঘোরানোর মতো তা হল, তাদের মধ্যে 50%-ই হল নতুন কাস্টমার। সেখান থেকেই একটা ইঙ্গিত স্পষ্ট যে, কাস্টমারদের মধ্যে অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। এই সব কিছু নজরে রেখে KTM 390 Adventure-এর পাশাপাশিই এই সেগমেন্টে আমরা KTM 390 Adventure X মডেলটিও যোগ করলাম, যার দাম শুরু হচ্ছে 2.8 লাখ টাকা (দিল্লিতে, এক্স-শোরুম) থেকে।”