Revolt RV400: ফের বুকিং শুরু Revolt RV400 ই-বাইকের, ফুল চার্জে পৌঁছে যাবে 150 KM দূরের ঠিকানায়
Revolt RV400 Price: Revolt Motors Revolt RV400 এর জন্য বুকিং খোলার ঘোষণা করেছে। দ্বিতীয়বারের জন্য় কোম্পানিটি দেশের জনপ্রিয় ইলেকট্রিক বাইকের বুকিং শুরু করবে।
Revolt Motors Revolt RV400 এর জন্য বুকিং খোলার ঘোষণা করেছে। দ্বিতীয়বারের জন্য় কোম্পানিটি দেশের জনপ্রিয় ইলেকট্রিক বাইকের বুকিং শুরু করবে। তার আগে এটি জেনে রাখা প্রয়োজন, রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড (Ratan India Enterprises Limited) রিভল্ট মোটরস (Revolt Motors) কিনেছে। কোম্পানি দাবি করেছে যে, Revolt RV400 গ্রাহকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে। তাই আবার এর বুকিং চালু করবে কোম্পানি। ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা চলতি বছরের 22 ফেব্রুয়ারি থেকে Revolt RV400 ইলেকট্রিক বাইকের বুকিং অপশন রি-ওপেন করবে। আপনি এই বাইকটি 2,499 টাকায় বুক করতে পারবেন। বাইকটি বুক করার পুরো প্রক্রিয়াটিই আপনাকে অনলাইনে করতে হবে। দেশের 22টি রাজ্যে Revolt Motors-এর 35টি ডিলারশিপ রয়েছে। একই সময়ে, চলতি বছরের 31 মার্চ থেকে বৈদ্যুতিক বাইকের ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
রেভল্ট মোটরস-এর উৎপাদন কারখানা হরিয়ানার মানেসারে (Haryana Manesar) অবস্থিত। রতন ইন্ডিয়া (Ratan India) বলেছে, সাপ্লাই চেইনে (Supply Chain) নতুন বিনিয়োগের কারণে উৎপাদন ক্ষমতা বাড়বে। Revolt RV400 ইলেকট্রিক বাইকে একটি 3W মোটর ব্যবহার করা হয়েছে। যা মিড ড্রাইভ (Mid Drive) সাপোর্ট করে। ইলেকট্রিক বাইকটিতে 72V, 3.24kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে।
Revolt RV400 ইলেকট্রিক বাইকটির সর্বোচ্চ স্পিড ঘণ্টায় 85 কিলোমিটার। এছাড়াও MyRevolt কানেক্টিভিটি অ্যাপ রয়েছে যা জিওফেন্সিং, কাস্টমাইজড সাউন্ড, বাইক ডায়াগনস্টিক, ব্যাটারি স্ট্যাটাস, রাইড ডেটার মতো বৈশিষ্ট্যগুলি অফার করে। শূন্য থেকে 75 শতাংশ চার্জ হতে সময় নেবে তিন ঘণ্টা। সাড়ে চার ঘণ্টায় ফুল চার্জ হয়ে যাবে। কোম্পানি জানাচ্ছে, সম্পূর্ণ চার্জে এই ইলেকট্রিক বাইকটি 150 কিলোমিটার যেতে পারে। দেড় লাখ কিমি পর্যন্ত ব্যাটারির গ্যারান্টি থাকবে। এছাড়াও, Revolti RV400-এ তিনটি রাইডিং মোড পাওয়া যাচ্ছে- ইকো, নরমাল এবং স্পোর্ট। এই রাইডিং মোডগুলি বিভিন্ন পারফরম্যান্স দেয়। RV400 বাইকে রয়েছে তিনটি রাইডিং মোড। ইকো, নরমাল এবং স্পোর্ট, এই তিনটি রাইড মোড রয়েছে RV400 ইলেকট্রিক বাইকে। ইকো মোডেড় রেঞ্জ 150 কিলোমিটার, নরমাল মোডে 100 কিলোমিটার এবং স্পোর্ট মোডে 80 কিলোমিটার। এটির সামনে আপসাইট ডাউন (Upside Down) ফর্ক এবং পিছনে অ্য়াডজাসটেবল মনোশক রয়েছে। দাম সম্পর্কে বললে, Revolt RV400 এর এক্স-শোরুম দাম 1.25 লক্ষ টাকা।