জনপ্রিয় Aerox 155 স্কুটারের MotoGP এডিশন নিয়ে এল Yamaha, দাম 1,48,300 টাকা
Yamaha Aerox 155 স্কুটারেরও একটি মোটোজিপি এডিশন হাজির হয়ে গেল। লেটেস্ট মডেলের দাম 1,48,300 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। গুটিকয়েক সংখ্যাতেই এই বিশেষ এডিশনটি বিক্রি করা হবে। Aerox 155 MotoGP Edition বাদ দিয়ে স্কুটারের মোট চারটি কালার মডেল রয়েছে- মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু, গ্রে ভারমিলিয়ন এবং সিলভার।

Yamaha সম্প্রতি তার একাধিক বাইকের MotoGP এডিশন লঞ্চ করেছে। সেই তালিকায় এবার একটি স্কুটারও যোগ হল, যার নাম Yamaha Aerox 155। জনপ্রিয় এই স্কুটারেরও একটি মোটোজিপি এডিশন হাজির হয়ে গেল। লেটেস্ট মডেলের দাম 1,48,300 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। Yamaha-র তরফ থেকে জানানো হয়েছে, গুটিকয়েক সংখ্যাতেই এই বিশেষ এডিশনটি বিক্রি করা হবে। Aerox 155 MotoGP Edition বাদ দিয়ে স্কুটারের মোট চারটি কালার মডেল রয়েছে- মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু, গ্রে ভারমিলিয়ন এবং সিলভার।
Aerox 155-এর স্ট্যান্ডার্ড ভার্সনের দাম 1,44,800 টাকা। সংস্থাটি জানিয়েছে, এই মডেল ইক্যুইপ করা রয়েছে ক্লাস D হেডল্যাম্পের সঙ্গে। এর ফলে স্কুটারটি রাতে চালানোর সময় লাইট ডিস্ট্রিবিউশন আরও ভাল হবে দৃশ্যমানতাও আরও উন্নত হবে। থাকছে ট্র্যাকশন কন্ট্রোলও, যা রিয়ার হুইল স্লিপিং শনাক্ত করার সময় পাওয়ার কাট অফ করে।
পাওয়ারের জন্য Aerox 155 স্কুটারে রয়েছে 155 cc ব্লু কোর লিক্যুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি ইক্যুইপ করা রয়েছে ভ্যারিয়েবল ভালভ্ অ্যাকচুয়েশনের (VVA) সঙ্গে। সেটি আবার CVT অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে পেয়ার করা থাকছে। এই একই ইঞ্জিন দেওয়া হয়েছে YZF-R15M এবং MT-15 V2.0 বাইক দুটিতে। তবে স্কুটারের জন্য এই ইঞ্জিন বিশেষ করে টিউন করা হয়েছে। Aerox 155 স্কুটারটি 8,000 rpm-এ 14,79 bhp চার্ন আউট করতে পারে এবং 6,500 rpm-এ 13.9 Nm পিক টর্ক দিতে পারে। এই ইঞ্জিনটি E20 ফুয়েলে চালিত হবে। আকর্ষণীয় বিষয়টি হল, Aerox 155 স্কুটারে অন-বোর্ড ডায়াগনস্টিক্স সিস্টেম রয়েছে।
এদিকে ইয়ামাহা এই মুহূর্তে ভারতের বাজারে নতুন R3 এবং MT-03 বাইক দুটি লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে। চলতি বছরে অনুষ্ঠিত হওয়া MotoGP Bharat ইভেন্টে বাইক দুটির প্রথম ঝলকও দেখিয়েছে সংস্থাটি। সেই সময়ই জানানো হয়েছে, বাইক দুটি ডিসেম্বরে লঞ্চ করা হবে। এদের মধ্যে Yamaha R3 বাইকটি একটি স্পোর্টবাইক হতে চলেছে এবং MT-03 একটি নেকেড স্ট্রিট ফাইটার হিসেবে লঞ্চ করা হবে।
