E-Scooter Charging Tips: কয়েক মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ইলেকট্রিক স্কুটার, এখনই শিখে নিন এই সহজ ট্রিকস
Electric Scooter Tips: আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি খুব সহজেই কম সময়ে আপনার ইলেকট্রিক স্কুটারটি চার্জ করে নিতে পারবেন। এমনকি আপনার চার্জিং স্পিড 20 থেকে 30 শতাংশ বেড়ে যাবে।
E-Scooter Charging Tricks: বিগত কয়েক বছরে যে হারে পেট্রলের দাম আকাশ ছুঁয়েছে, তাতে মানুষ ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকেছে। আর তাতে বিপুল হারে বেড়েছে ইলেকট্রিক যানবাহনের বিক্রি। ই-স্কুটার কেনার আগে সবাই যে জিনিসে বিশেষ নজর রাখে, তা হল ব্যাটারি। কিন্তু কেনার পরে দেখে তা ধীরে চার্জ হচ্ছে। পুরনো স্কুটার হলে তাও মেনে যায়। কিন্তু তাই বলে নতুন স্কুটারেই চার্জ হতে দেরি হচ্ছে? সেই সমস্যারও সমাধান রয়েছে। আপনার যদি একটি বৈদ্যুতিক স্কুটার থাকে, যা চার্জ হতে 5 থেকে 6 ঘন্টা সময় নেয় তাহলে আপনি এটি সব সময় ব্যবহার করতে পারবেন না। যতক্ষণ না বৈদ্যুতিক স্কুটারটি সম্পূর্ণরূপে চার্জ করা হয়, আপনি সেটিকে নিয়ে দূরে কোথাও যেতে পারবেন না। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি খুব সহজেই কম সময়ে আপনার ইলেকট্রিক স্কুটারটি চার্জ করে নিতে পারবেন। এমনকি আপনার চার্জিং স্পিড 20 থেকে 30 শতাংশ বেড়ে যাবে।
চার্জ করার সময় পাওয়ার আউটপুট থেকে কানেকশন বিচ্ছিন্ন করবেন না:
চার্জ করার সময় মনে রাখবেন যে, যতক্ষণ না পুরো চার্জ হচ্ছে ততক্ষণ সেটিকে নিয়ে কোথাও বেরবেন না। আপনার মনে হতে পারে, যতটুকু চার্জ হয়েছে তা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন। কিন্তু এটাই হবে আপনার সবথেকে বড় ভুল। ব্যাটারিটি পুরো চার্জ না হওয়া সত্ত্বেও যখন আপনি তা চালান, তখন ব্যাটারির উপর অনেকটাই চাপ পড়ে। এতে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। এই ক্ষেত্রে, বৈদ্যুতিক স্কুটার একবারে সম্পূর্ণ চার্জ হতে দিন।
খোলা জায়গায় চার্জ করবেন না:
আপনি যদি আপনার ইলেকট্রিক স্কুটারটি কোনও খোলা জায়গায় চার্জ করেন তবে তা বন্ধ করুন। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরমের কারণে চার্জিং প্রক্রিয়া ধীর হয়ে যায়। এক্ষেত্রে, আপনার বৈদ্যুতিক স্কুটারটি চার্জ হতে দেরি হয়। তাই চেষ্টা করুন যতটা সম্ভব ছায়ায় চার্জ করার।
ফাস্ট চার্জার ব্যবহার করুন:
আপনার ইলেকট্রিক স্কুটারটি চার্জ করার জন্য ফাস্ট চার্জার ব্যবহার করুন। ফাস্ট চার্জারের সাহায্যে আপনার ইলেকট্রিক স্কুটারটি চার্জ করলে চার্জ করার সময় অনেকটাই কমে যায়। এমনকি খুব অল্প সময়ের মধ্য়ে সেটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়।