AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুরনো ফেসবুক অ্যাকাউন্ট আর রাখতে চান না? পুরোপুরি ডিলিট করুন এই উপায়ে

Facebook Account Delete: আপনি চাইলে আপনার পুরনো Facebook অ্যাকাউন্টটি মুছে ফেলতে পারেন। তার জন্য আপনাকে শুধু কতগুলি পদক্ষেপ মেনে চলতে হবে। তাহলেই আপনি আপনার পুরনো অ্যাকাউন্টটিকে বন্ধ করে ফেলতে পারবেন। আর তারপরে যখনি কেউ আপনার নাম খুঁজবে, তাকে আর সেই অ্যাকাউন্টটি দেখাবে না Facebook। দেখে নিন কীভাবে করবেন?

পুরনো ফেসবুক অ্যাকাউন্ট আর রাখতে চান না? পুরোপুরি ডিলিট করুন এই উপায়ে
| Updated on: Jan 29, 2024 | 4:02 PM
Share

অনেকদিনের পুরনো একটি Facebook অ্যাকাউন্ট আছে, আর তা আদৌ কোনও কাজে লাগে না। অথচ যখনই কেউ আপনার নাম সার্চ করে, তখনই তাকে দুটো অ্যাকাউন্ট দেখায়। আর এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন, তা বুঝতে পারছেন না। আপনি চাইলে আপনার পুরনো Facebook অ্যাকাউন্টটি মুছে ফেলতে পারেন। তার জন্য আপনাকে শুধু কতগুলি পদক্ষেপ মেনে চলতে হবে। তাহলেই আপনি আপনার পুরনো অ্যাকাউন্টটিকে বন্ধ করে ফেলতে পারবেন। আর তারপরে যখনি কেউ আপনার নাম খুঁজবে, তাকে আর সেই অ্যাকাউন্টটি দেখাবে না Facebook। দেখে নিন কীভাবে করবেন?

অ্যাকাউন্ট মুছে ফেলার পদক্ষেপ…

1.আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে Facebook খুলুন।

2.উপরের ডানদিকে কোণায় আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করুন।

3. “Settings and Privacy” অপশনটি সিলেক্ট করুন।

4. এবার “Settings”-এ ক্লিক করুন।

5. “Your Facebook Information” অপশনটিতে ক্লিক করুন।

6. এবার “Deactivation and deletion” অপশনটি দেখতে পারেন, তাতে ক্লিক করুন।

7. “Delete your account”-এ ক্লিক করুন।

8. আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবার লিখতে হবে।

9. লেখা হয়ে গেলে, আবার “Delete your account”-এ ক্লিক করুন।

ফেসবুক আপনাকে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য 14 দিন সময় দেবে। এর মধ্যে, আপনি যদি চান, তাহলে অ্যাকাউন্টটিকে আবার পুনরুদ্ধার করতে পারেন। 14 দিন পরে, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। তখন আপনি চাইলেও আর সেই অ্যাকাউন্ট ফিরে পাবেন না। তবে মনে রাখবেন, আপনি যখনই আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন, তার সমস্ত ফটো ভিডিয়ো মুছে যাবে। তাই তা আগে থেকে সেভ করে রাখাই ভাল। আর যদি আপনি সেই সব ছবি, ভিডিয়ো কিছু না চান, তাহলে সেভ করার প্রয়োজন নেই।