Car Crash Detection: দুর্ঘটনার সময় আপনার প্রাণ বাঁচাবে, Android-এর জরুরি ফিচার এবার ভারতে
Android Car Crash Detection In India: ফিচারটি আপনি যখনই সক্রিয় করবেন, যে কোনও সম্ভাব্য সড়ক দুর্ঘটনা শনাক্ত করতে সক্ষম হবে। আবার দুর্ঘটনার সময়ে আপনাকে জরুরি পরিষেবা দিতে পারবে। আপনার পরিবারের লোকজনকেও জানাতে পারবে, আপনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। ফোনটি ভাইব্রেট করবে এবং উচ্চ ভলিউমে একটি অ্যালার্ম বাজবে।
বিশ্বের আরও বিভিন্ন দেশে Google তার কার ক্র্যাশ ডিটেকশন ফিচারটি সম্প্রসারণ করছে। চলতি সপ্তাহ থেকেই Car Crash Detection ফিচারের সাপোর্ট ভারতের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা পেতে শুরু করেছেন। প্রসঙ্গত, এই একই ফিচার iPhoneএও রয়েছে, যা কয়েক বছর আগেই অ্যাপল নিয়ে এসেছিল। তবে গুগলের ক্ষেত্রে কার ক্র্যাশ ডিটেকশন ফিচারটি আপাতত গুটিকয়েক বাছাই করা অ্যান্ড্রয়েড ফোনের জন্যই রোল আউট করা হয়েছে।
নাম থেকেই পরিষ্কার, কার ক্র্যাশ ডিটেকশন আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেন্সর ব্যবহার করে। আপনি যদি দুর্ঘটনার সম্মুখীন হন, তাহলে ওই সেন্সর কাজে লাগিয়ে অ্যালার্ট পাঠানো হয়। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, Google এই ফিচারের পুরোদস্তুর সদ্ব্যবহার করতে পেরেছে এবং বাস্তব-পরিস্থিতিতে বহু মানুষের জীবনও বাঁচিয়েছে। প্রকৃত অর্থে, একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী দুর্ঘটনা কবলে পড়লে, তার ফোন থেকে একটি অ্যালার্ট চলে যাবে, যাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই ব্যক্তির কাছে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া যায়।
টিপস্টার মিশাল রহমান সর্বপ্রথম জানান যে, কার ক্র্যাশ ডিটেকশন ফিচারটি ভারত-সহ আরও বেশ কিছু দেশের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের শীঘ্রই পৌঁছে যাবে। এই মিশাল রহমান নামের টিপস্টার অ্যান্ড্রয়েডের বিভিন্ন আপডেট নিয়ে এর আগেও একাধিক খবর জনসমক্ষে নিয়ে এসেছেন। আপাতত কিছু Pixel ফোনেই এই ফিচারটি দেওয়া হবে। দেশে কার ক্র্যাশ ডিটেকশন ফিচার নিয়ে আসার গুগলের চিন্তাভাবনা যে, 2024 সালের প্রথমে ভারতে Pixel 8 এবং Pixel 8 Pro ফোন বানানোরই অঙ্গ, তা পরিষ্কার হয়ে গেল।
অ্যান্ড্রয়েড কার ক্র্যাশ ডিটেকশন: কীভাবে কাজ করে এই ফিচার
প্রথমেই এই ফিচারটি আপনার ফোনে সক্রিয় করতে হবে। তার কারণ, গুগল বাই-ডিফল্ট এই ফিচারটিকে টার্ন অন করে না। তার জন্য আপনাকে নিম্নলিখিত কাজগুলি করতে হবে –
* আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যেতে হবে।
* সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে স্ক্রল ডাউন করুন এবং সেখানে ট্যাপ করুন।
* কার ক্র্যাশ ডিটেকশন নজরে আসবে আপনার। অপশনটি সক্রিয় করুন।
* এবারে আপনার ফোন কার ক্র্যাশ অ্যালার্ট দিতে পারবে।
ফিচারটি আপনি যখনই সক্রিয় করবেন, যে কোনও সম্ভাব্য সড়ক দুর্ঘটনা শনাক্ত করতে সক্ষম হবে। আবার দুর্ঘটনার সময়ে আপনাকে জরুরি পরিষেবা দিতে পারবে। আপনার পরিবারের লোকজনকেও জানাতে পারবে, আপনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। ফোনটি ভাইব্রেট করবে এবং উচ্চ ভলিউমে একটি অ্যালার্ম বাজবে। তার থেকেও বড় কথা, দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে, তাদের কোনও সাহায্যের প্রয়োজন আছে কি না। এই ফিচার তখন আপনার অবস্থান এবং গাড়ি দুর্ঘটনার ডেটা শেয়ার করতে জরুরি পরিষেবা নম্বর 112-এ যোগাযোগ করবে।