Phone Hacked Signs: 9 লক্ষণ, যা বলতে পারে আপনার ফোন হ্যাক হয়েছে কি না
Tips To Know Phone HACKED: আপনার ফোন কি হ্যাক হয়েছে? ফোন হ্যাক হলে আপনি কি বুঝতে পারবেন? সত্যিই কি এমন কোনও লক্ষণ আছে, যার দ্বারা মানুষ বুঝতে পারবেন যে, তাঁদের ফোন হ্যাক করা হচ্ছে? একটা নয়, অন্তত নয়টা এমন লক্ষণ রয়েছে, যার দ্বারা বোঝা যাবে, আপনার ফোন হ্যাক করা হয়েছে বা তাতে স্পাইওয়্যার রয়েছে, যার দ্বারা সরকার বা অন্য কেউ আড়ি পাতছে।
Phone Hacked:দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা সম্প্রতি তাঁদের ফোনে আসা একটি মেসেজকে ঘিরে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে শিবসেনা, জাতীয় কংগ্রেসের মতো একাধিক দলের নেতারা গত মঙ্গলবার অভিযোগ করেছেন, তাঁরা Apple-এর কাছ থেকে একটি নোটিফিকেশন পেয়েছেন। তাঁদের iPhone-এ যে মেসেজটি আসে, সেখানে লেখা হয়, ‘স্টেট-স্পনসর আক্রমণকারীরা আপনার iPhone টার্গেট করতে পারে।’ বিরোধী দলের নেতারা অভিযোগ করেছেন যে, সরকার তাঁদের ফোনে আড়ি পাতছে। সত্যিই কি তাই? এতো না হয় Apple-এর তরফ থেকে মেসেজ পাঠানো হল। কিন্তু মেসেজ পাঠিয়ে যদি সতর্ক না করা হয়। সত্যিই কি এমন কোনও লক্ষণ আছে, যার দ্বারা মানুষ বুঝতে পারবেন যে, তাঁদের ফোন হ্যাক করা হচ্ছে? একটা নয়, অন্তত নয়টা এমন লক্ষণ রয়েছে, যার দ্বারা বোঝা যাবে, আপনার ফোন হ্যাক করা হয়েছে বা তাতে স্পাইওয়্যার রয়েছে, যার দ্বারা সরকার বা অন্য কেউ আড়ি পাতছে।
1) ফোনের ব্যাটারি খরচ হবে খুব দ্রুত
আপনার ফোন হ্যাক হয়েছে নাকি তাতে স্পাইওয়্যার ঢুকিয়ে আড়ি পাতা হচ্ছে, তা বোঝার সবথেকে ভাল উপায় হল ফোনের ব্যাটারির চরিত্র খতিয়ে দেখা। আপনি যদি ঘনঘন ফোন চার্জ করেন, তারপরেও দেখেন ব্যাটারি আগের থেকে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তাতে ম্যালওয়্যার বা ভুয়ো অ্যাপস রয়েছে। সেক্ষেত্রে এটাও নজর রাখা জরুরি, ফোনে যেন অত্যধিক অ্যাপল না থাকে। কারণ, ফোনের প্রয়োজনাতিরিক্ত অ্যাপও অনেক সময় ব্যাটারি খেয়ে নেয়।
2) মুহূর্তে ফোন গরম হয়ে যাওয়া
এটা খুব স্বাভাবিক ব্যাপার যে, বেশিক্ষণ ফোন ব্যবহার করলে তা গরম হবেই। গেম খেলা, সিনেমা দেখা ইত্যাদির সবই ফোন গরম হওয়ার মূল কারণ। কিন্তু কিছু না করেও যদি ফোন গরম হয়ে যায়, তাহলে বুঝতে হবে অন্য কোনও কারণ রয়েছে। সম্ভাবনা এ-ও থাকতে পারে, হ্যাকাররা আপনার ফোন নিয়ন্ত্রণ করছে।
3) লিঙ্ক করা অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ
ব্যবহারকারীদের ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ আরও একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপ থাকে। এখন আপনার অ্যাকাউন্টে যদি এমন কিছু পোস্ট দেখেন, যা আপনি করেনইনি, তাহলে আপনার গোপনীয়তা লঙ্ঘনের একটা সম্ভাবনা থাকতে পারে। আবার আপনার ফোন থেকে যদি ইমেল পাঠাতে না পারেন, বা যদি রিসিভ না করেন, তাহলেও বুঝতে হবে হ্যাকাররা আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়েছে।
4) ফোনের রেসপন্স টাইম স্লো
হুট করে আপনার স্মার্টফোন স্লো হয়ে গিয়েছে। যে অ্যাপই খুলতে যাচ্ছেন, তা যেন কেমন আটকে যাচ্ছে। তার থেকেও বড় কথা হল, আপনার ব্যাটারি পাওয়ারও বেশ ভালভাবেই প্রভাবিত হলে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে কোনও ম্যালওয়্যার চালু আছে।
5) ফোন অদ্ভুত ভাবে কাজ করছে
অনেক সময় দেখবেন, আপনার ফোনটাও বড় অদ্ভুত ভাবে কাজ করছে। উদাহরণস্বরূপ, অ্যাপগুলি খুব দ্রুততার সঙ্গে ক্র্যাশ করছে, লোড হতে অতিরিক্ত সময় নিচ্ছে, কখনও আবার লোডই হচ্ছে না। ব্যবহারকারীর ইনপুট ছাড়াই বারবার রিবুট, শাটডাউন ইত্যাদিও হচ্ছে। এই সবকিছু হতে থাকলে বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ডে কোনও প্রসেস চলছে এবং তা খুব সম্ভবত কোনও ম্যালওয়্যার।
6) অদ্ভুত পপ-আপ
ভুয়ো ভাইরাস অ্যালার্ট সহ অন্যান্য সতর্কতামূলক মেসেজ যদি আপনাকে পুশ নোটিফিকেশনের মাধ্যমে পাঠানো হয়, তাহলেও বুঝতে হবে আপনার ফোন অ্যাডওয়্যার দ্বারা সংক্রামিত। এই ধরনের নোটিফিকেশন বা মেসেজে কখনও ট্যাপ করবেন না।
7) ফোনের অ্যাপ লিস্ট চেক করে নিন
মানুষ অনেক সময় ভুলে যান, কী অ্যাপ তাঁরা ডাউনলোড করে রেখেছিলেন আর কী অ্যাপ তাঁদের ফোনে রয়েছে। ফোনের সেই সব অ্যাপ ডিলিট করে দিন, যেগুলিকে স্পাইওয়্যার বলে মনে করছেন। সবসময় অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন।
8) হুট করে অনেকটা বেড়ে গেল মোবাইল ডেটা ইউসেজ
ফোনটা খুলে যদি দেখেন, হুট করে মোবাইল ডেটা ইউসেজ অনেকটা বেড়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে কিছু গণ্ডগোল আছে। ম্যালিশিয়াস অ্যাপ বা সফটওয়্যার আপনার মোবাইল ডেটা অনেকটাই বেশি খরচ করাতে পারে।
9) গ্যালারিতে অজানা ফটো
অনেক পুরনো ছবি ফোন থেকে ডিলিট করে দেওয়াই ভাল। কিন্তু যদি গ্যালারিতে এমন কোও ছবি দেখেন, যা সন্দেহজনক মনে হয় তাহলে আপনার ক্যামেরার অ্যাক্সেস অন্য কেউ নিতে পারে। আবার আপনার ফোনের ক্যামেরার ফ্ল্যাশও যদি আপনি হাত না লাগাতেই অন হয়ে যায়, তাহলেও তা যথেষ্ট সন্দেহজনক।