WhatsApp Update: ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপেও দীর্ঘ সময়ের ভিডিয়ো দেখুন কেটে কেটে, আসছে এই নতুন ফিচার
WhatsApp Latest Features: আপনি যখন ইউটিউবে কোনও ভিডিয়ো দেখেন, তখন সেই ভিডিয়োটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা পিছিয়ে দেখার জন্য 10 সেকেন্ড করে এগোন বা পিছন। এবার সেই সুবিধাই আপনি পেতে চলেছেন হোয়াটসঅ্যাপেও।
হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত কোনও না কোনও নতুন নতুন আপডেট আসতে থাকে। আর সেই সঙ্গে থাকে দুর্দান্ত সব ফিচার। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেটে কাজ করছে, যাতে আপনি আপনার পছন্দের বড় কোনও ভিডিয়ো ফরোয়ার্ড এবং রিওয়াইন্ড করতে পারবেন। অর্থাৎ আপনি যখন ইউটিউবে কোনও ভিডিয়ো দেখেন, তখন সেই ভিডিয়োটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা পিছিয়ে দেখার জন্য 10 সেকেন্ড করে এগোন বা পিছন। এবার সেই সুবিধাই আপনি পেতে চলেছেন হোয়াটসঅ্যাপেও। এক কথায় আপনি বড় কোনও ভিডিয়ো ফাস্ট ফরওয়ার্ড পদ্ধতিতে দেখে ফেলতে পারবেন।
Wabetainfo থেকে এই নতুন আপডেট সম্পর্কে জানা গিয়েছে। এটি হল একটি ওয়েবসাইট, যা হোয়াটসঅ্যাপের আপডেটের উপর নজর রাখে। অর্থাৎ কখন কোন আপডেট আসতে পারে, তাতে নতুন কী ফিচার থাকবে, এই সব কিছু নিয়ে তথ্য দেয়। বর্তমানে, এই আপডেটটি অ্যান্ড্রয়েড বিটার 2.23.24.6 সংস্করণে দেখা গিয়েছে। তবে কোম্পানি খুব শীঘ্রই এটি সবার জন্য আনতে চলেছে। আপনিও যদি হোয়াটসঅ্যাপের সমস্ত নতুন আপডেট সবার প্রথমে পেতে চান, তাহলে কোম্পানির বিটা প্রোগ্রামের জন্য নথিভুক্ত করতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব এবং উইন্ডোজের জন্য বিটা প্রোগ্রাম অফার করে। এতে আপনি যে কোনও নতুন আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন।
আরও একটি নতুন ফিচার-
এখানেই শেষ নয়, আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করেছে কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শীঘ্রই অ্যাপটিতে একটি দ্বিতীয় প্রোফাইল তৈরি করতে পারবেন। এর মানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি অন্য প্রোফাইলও রাখতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে সেই দুটি প্রোফাইল একসঙ্গে ব্যবহার করতে পারবেন। এই ফিচারটির সাহায্যে, আপনার প্রোফাইল ফটো, নাম এবং অন্যান্য তথ্য লুকানো হবে এবং আপনি একটি নতুন নাম এবং ফটো দিয়ে অজানা লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
কীভাবে একটি অন্য প্রোফাইল তৈরি করবেন?
প্রথমে আপনার WhatsApp অ্যাপ খুলুন। এর পর Settings > Privacy > Profile Photo-তে ক্লিক করুন।
এবার আপনাকে My Contact অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি একটি অপশন দেখতে পাবেন। সেখানেই আপনি দেখতে পাবেন, যে আপনি কাকে কাকে আপনার প্রোফাইল ফটো দেখাতে চান।
এবার আপনাকে alternative profiles-এ ক্লিক করতে হবে। তারপরে আপনি একটি অন্য নাম ও ছবি দিয়ে সেই প্রোফাইল তৈরি করে নিতে পারবেন।