Smartphone Charging Tips: ফোনের ব্যাটারি ফুল চার্জ করলে কি জলদি খারাপ হয়ে যায়? ঠিক কী করা উচিত তাহলে?
Mobile Charging Proper Method: ঠিকটা কী? কতক্ষণ চার্জ করা উচিত আপনার ফোন? ঘনঘন ফোন চার্জ করলে কি ব্যাটারির অবস্থা খারাপ হয়ে যায়? ফোন চার্জিংয়ের বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কী বলছে, আদতে কতক্ষণ ফোন চার্জ করা উচিত, সেই সব তথ্য জেনে নিন।
Smartphone Battery Health: ফোনের ব্যাটারি ঠিক কতটা চার্জ করা উচিত, এ যেন এখন লাখ টাকার প্রশ্ন। কেউ বলেন ফোনের ব্যাটারি অতিরিক্ত চার্জ করলে তা ফোনটাকে জলদি খতম করে দিতে পারে। কেউ আবার বলেন, ফোন সবসময় 100 শতাংশ চার্জ করে রাখা উচিত। কিন্তু ঠিকটা কী? কতক্ষণ চার্জ করা উচিত আপনার ফোন? ঘনঘন ফোন চার্জ করলে কি ব্যাটারির অবস্থা খারাপ হয়ে যায়? ফোন চার্জিংয়ের বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কী বলছে, আদতে কতক্ষণ ফোন চার্জ করা উচিত?
ফোন চার্জিংয়ের বিষয়ে বিজ্ঞান কী বলছে
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে হালফিলের সব ফোনেই প্রায় লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। এই ধরনের লিথিয়াম আয়নের ব্যাটারিগুলির জীবনকাল হয় মাত্র 2 থেকে 3 বছর। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলির আয়ুই ঠিক এমন হয়। এমন ব্যাটারি যে সব স্মার্টফোনে থাকে, তাদের 300 থেকে 500 চার্জিং সাইকেল থাকে। অর্থাৎ, ফোনের ব্যাটারি 0-100 শতাংশ করতে 300 থেকে 500 বার চার্জ করা যেতে পারে। না, মোটেই একবারে নয়। যতবার আপনার ফোনের চার্জ শূন্যে নেমে আসবে, তখন থেকে 100% ঠিক যতবার চার্জ করতে হবে, সেই সংখ্যাটা 300-500। এরপর আপনার ফোনের ব্যাটারি অটোমেটিক্যালি 20 শতাংশ কমে যাবে।
বিশেষজ্ঞরা কী বলছেন
1) বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারি সামান্য খালি থাকা অবস্থায় বারবার চার্জ করলে তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
2) তবে, যে সব ফোনের ব্যাটারি নিকেলের, সেগুলি অন্যভাবে কাজ করে। সেই ব্যাটারির স্মার্টফোনগুলি 1 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ ও ডিসচার্জ না করলে সেগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সবথেকে ভাল উপায় কী
ব্যাটারি চার্জ করার সবথেকে উপায় হল, ব্যাটারির চার্জ যতটা সম্ভব মধ্যম পরিসরে রাখা। অযথা ফোনটা এক্কেবারে 100% চার্জ করতে যাবেন না। কারণ, আপনার ফোনের ব্যাটারি যদি বেশি করে 0% বা 100% থাকে, তাহলে দ্রুত তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই, ফোনের ব্যাটারির চার্জিং মাঝামাঝি অবস্থায় রাখাই ভাল।
বিশেষজ্ঞ মহলের তরফে বলা হয়, ফোনের ব্যাটারি 20% এর বেশি কমতে দেবেন না এবং ব্যাটারি সম্পূর্ণভাবে ডিসচার্জ হতে না দেওয়াই ভাল। ফোনের ব্যাটারি যখন চার্জ করবেন, তখন 80% থেকে 100% এর মাঝামাঝি অবস্থায় এলেই ফোনটি চার্জিং কেবেল থেকে আনপ্লাগ করে দিন। এছাড়া, আপনি চাইলে ফোনের ব্যাটারি 45% থেকে 75% এর মধ্যেও রাখতে পারেন।