Mobile Cover Cleaning Tips: ঘরোয়া টিপসে ঝকঝক করবে স্মার্টফোনের হলদে হয়ে যাওয়া ব্যাককভার

Tech Tips And Tricks: আপনাকে কভার পরিষ্কারের এমন কিছু টিপস জানানো হবে, যা দিয়ে আপনার ফোনের কভার একেবারে নতুনের মতোই থাকবে। চলুন দেখে নেওয়া যাক আপনার ফোনের কভার কীভাবে সুন্দর রাখবেন।

Mobile Cover Cleaning Tips: ঘরোয়া টিপসে ঝকঝক করবে স্মার্টফোনের হলদে হয়ে যাওয়া ব্যাককভার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 7:08 AM

White Mobile Cover Cleaning: আপনার ফোনটিকে প্রোটেক্ট করতে সুন্দর ব্যাককভার (Back Cover) কেনেন। আবার অনেকে ট্রান্সপারেন্ট কভার ব্য়বহার করেন যাতে ফোনের নিজস্ব রং এবং সৌন্দর্য বাইরে থেকে দেখা যায়। কিন্তু যে কভারই ব্য়বহার করুন না কেন কিছুটিন পরেই তা নোংরা এবং হলুদ হয়ে যায়। তারপরে আপনার ফোনের সৌন্দর্য তো চলে যায়। এমন কী সেই কভারটিকে আর ব্য়বহার করতেও মন চায় না। কিন্তু ক’দিন ছাড়া ছাড়াই তো আর কভার কেনা সম্ভব নয়। আবার এদিকে ফোনটিকে প্রোটেক্টও করতে হবে। এবার আর আপনাকে এই চিন্তায় থাকতে হবে না। আপনাকে কভার পরিষ্কারের এমন কিছু টিপস জানানো হবে, যা দিয়ে আপনার ফোনের কভার একেবারে নতুনের মতোই থাকবে। চলুন দেখে নেওয়া যাক আপনার ফোনের কভার কীভাবে সুন্দর রাখবেন।

সাদা ব্যাককভার হলুদ হয়ে গেলে কী করে পরিষ্কার করবেন দেখে নিন:

cover

নুন এবং টুথপেস্ট দিয়ে কভার পরিষ্কার করুন:

ফোন কভারের ময়লা পরিষ্কার করতে আপনি লবণ এবং টুথপেস্ট ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে কভারে টুথপেস্ট লাগিয়ে ব্রাশের সাহায্যে কিছুক্ষণ ঘষে নিন। প্রায় 1 থেকে 2 মিনিট পর কভারে নুন দিয়ে আবার কিছুক্ষণ ঘষুন। এর পর কভারটি ধুয়ে ফেলুন। এবার দেখবেন কভার সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। কোনও কালো দাগ থাকলে তাও নিমেষেই উঠে যাবে। এছাড়াও কভারের হলুদভাবও দূর হবে।

লিকুইড সাবান ও ভিনিগার দিয়ে পরিষ্কার করুন:

ঘষামাজার ঝুটঝামেলা থেকে দূরে থাকতে চাইলে একটি বড় বাটিতে লিকুইড সাবান ও সামান্য ভিনেগার মিশিয়ে নিন। একটুও জল মেশাবেন না। এই মিশ্রণেই ফোনের কাভার অন্তত 10 থেকে 15 মিনিট চুবিয়ে রাখুন। কিছু সময়ের পর কভার তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে আপনার কভার একদম স্বচ্ছ দেখাবে।

কীভাবে রঙিন ফোনের কভার পরিষ্কার করবেন জেনে নিন:

যদি আপনার কাছে রঙিন প্লাস্টিকের ফোনের কভার থাকে এবং এটি নোংরা হয়ে যায়, তবে এটি পরিষ্কার করতে এই পদ্ধতিটি অনুসরন করুন। রঙিন প্লাস্টিকের ফোনের কভার পরিষ্কার করার সবথেকে সহজ উপায় হল প্রথমে হালকা গরম জলে এক চা চামচ লিকুইড সাবান মেশান, তারপর ফোনের কভারটি 15 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এরপর বেকিং সোডার সাহায্যে ঘষে পরিষ্কার করুন। এতে আপনার ফোনের কভার আবার নতুনের মতো চকচক করবে।