Infinix Note 12i লঞ্চ হল 9,999 টাকায়, Jio গ্রাহকদের জন্য 1000 টাকা ছাড়
Infinix Note 12i ফোনটির দাম 9,999 টাকা। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি MediaTek Helio G85 প্রসেসর। 30 জানুয়ারি থেকে Flipkart-এ এই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Infinix ভারতে ফের একটি সস্তার স্মার্টফোন নিয়ে এল। লেটেস্ট ফোনের নাম Infinix Note 12i। ফোনটির দাম 9,999 টাকা। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। 30 জানুয়ারি থেকে Flipkart-এ এই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। প্রাথমিক ভাবে এই ফোনের উপরে কিছু অফারও থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, একাধিক ব্যাঙ্কের কার্ডে ছাড়। ফোনের দাম, উপলব্ধতা, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Infinix Note 12i: কী অফার পাবেন
এই ফোনের উপরে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীরা 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও চলতি বছরের জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে Infinix Note 12i-র উপরে থাকবে সারপ্রাইজ় ক্যাশব্যাক। পাশাপাশি ফ্লিপকার্ট গিফ্ট কার্ড ব্যবহারকারীরা 500 টাকার অফারও পেয়ে যাবেন। থাকছে আকর্ষণীয় EMI অফারও। প্রতি মাসে 347 টাকা EMI দিয়েও এই হ্যান্ডসেটটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এছাড়াও Jio গ্রাহকদের জন্য থাকছে 1,000 টাকা ক্যাশব্যাক।
Infinix Note 12i: স্পেসিফিকেশন
এই ইনফিনিক্স স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার সর্বাধিক ব্রাইটনেস 100 নিটস। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে।
Infinix Note 12i ফোনটিতে থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ। এই স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে Infinix Note 12i-তে রয়েছে 50MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি QVSA AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের ফোনটিতে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সফটওয়্যারের দিক থেকে Infinix Note 12i চালিত হবে Android 12 ভিত্তিক XOS 12.0-এর সাহায্যে। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং স্টিরিও স্পিকার্সও। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।