Infinix Note 30 5G ভারতে এল মাত্র 14,999 টাকায়, রয়েছে JBL স্পিকার
Infinix Note 30 5G Price: এই নতুন ফোনে আপনি 5000 mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং JBL স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন। যারা বাজেট রেঞ্জের মধ্যে দুর্দান্ত একটি 5G ফোন খুঁজছেন, কোম্পানি তাদের জন্য স্মার্টফোনটি লঞ্চ করেছে।
Infinix Note 30 5G Offers: Infinix ভারতে Infinix Note 30 5G নামে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানিটি বাজেট রেঞ্জের মধ্যেই এটিকে লঞ্চ করেছে। ভারতীয় বাজারে কোম্পানির কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামেরও মোবাইল রয়েছে। এই জনপ্রিয়তাকে মাথায় রেখেই কোম্পানিটি একের পর এক ফোন বাজারে আনছে। এই নতুন ফোনে আপনি 5000 mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং JBL স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন। যারা বাজেট রেঞ্জের মধ্যে দুর্দান্ত একটি 5G ফোন খুঁজছেন, কোম্পানি তাদের জন্য স্মার্টফোনটি লঞ্চ করেছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, দাম ও স্পেসিফিকেশন।
Infinix Note 30 5G-এর দাম:
কোম্পানিটি দু’টি ভেরিয়েন্টে Infinix Note 30 5G লঞ্চ করেছে। 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। আর 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। বেস ভ্যারিয়েন্টটি 4G এবং টপ এন্ড ভ্যারিয়েন্টটি 5G সাপোর্ট করে। কোম্পানি দু’টি মোবাইল ফোনের উপরই 1000 টাকা ছাড় দিচ্ছে। আপনি Flipkart থেকে কিনতে পারবেন। ম্যাজিক ব্ল্যাক, সানসেট গোল্ড এবং ব্লু রঙে Infinix Note 30 5G কিনে নিতে পারবেন। তবে আপনাকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই ফোনটি কেনার জন্য। কারণ এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে 22 জুন দুপুর 12টা থেকে।
স্পেসিফিকেশন ও ফিচার দেখে নিন:
Infinix Note 30 5G-তে একটি 6.7-ইঞ্চি FHD Plus ডিসপ্লে রয়েছে, যা 120hz-এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি এতে 2 বছরের জন্য সিকিউরিটি আপডেট এবং 1 বছরের জন্য Android আপডেট অফার করছে। মোবাইল ফোনটিতে রয়েছে MediaTek Octacore Dimensity 6020 6mm চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে 45W দ্রুত চার্জিং সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। অর্থাৎ আপনাকে বার বার চার্জ দিতে হবে না। সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন। ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ। Infinix Note 30 5G-তে একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং সামনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।