AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

iQOO Neo 6 এক ধাক্কায় 5,000 টাকা সস্তা, নতুন দাম জেনে এখনই কিনে ফেলুন

iQOO Neo 6-এর দুই ভ্যারিয়েন্টের দামই 5,000 টাকা কমানো হয়েছে। এখন এই প্রাইস কাটের ফলে ফোনটির দাম কত হয়েছে, কী-কী ফিচার্স রয়েছে, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

iQOO Neo 6 এক ধাক্কায় 5,000 টাকা সস্তা, নতুন দাম জেনে এখনই কিনে ফেলুন
5,000 টাকা সস্তা হল iQoo Neo 6।
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 6:10 PM
Share

iQOO Neo 6 Price Cut: মিড-রেঞ্জের নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? সেই ফোনটি আবার iQOO-র? তাহলে সুখবর রয়েছে আপনার জন্য। গত বছরেই লঞ্চ হয়েছিল iQOO Neo 6। এক বছর ঘুরতে না ঘুরতেই সেই ফোনের দামই এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল সংস্থা। প্রসঙ্গত, এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। iQOO Neo 6-এর দুই ভ্যারিয়েন্টের দামই 5,000 টাকা কমানো হয়েছে। এখন এই প্রাইস কাটের ফলে ফোনটির দাম কত হয়েছে, কী-কী ফিচার্স রয়েছে, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

iQOO Neo 6: নতুন দাম

iQOO Neo 6-এর দুটি স্টোরেজ মডেল রয়েছে। তাদের মধ্যে 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 33,999 টাকা। দাম কমার ফলে 8GB মডেলটি ক্রয় করতে কাস্টমারদের 24,999 টাকা এবং 12GB মডেলটি ক্রয় করতে 29,999 টাকা খরচ করতে হবে। ডার্ক নোভা এবং সাইবার রেঞ্জ এই দুই কালার অপশনে ফোনটি ক্রয় করতে পারবেন।

iQOO Neo 6: স্পেসিফিকেশন

iQOO Neo 6 ফোনে রয়েছে একটি 6.62 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

সফটওয়্যার হিসেবে এই iQOO Neo 6 ফোনে Android 12 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে, যাতে কোম্পানির নিজস্ব কাস্টম লেয়ার FunTouch OS 12 রয়েছে। ডুয়াল সিম সাপোর্টেড ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 64MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 4,700mAh ব্যাটারিও দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।