Edge 30 Ultra এবং Edge 30 Fusion নিয়ে এল Motorola, দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য জেনে নিন
Motorola Edge 30 Ultra এবং Edge 30 Fusion ফোন দুটি ভারতে লঞ্চ হয়ে গেল। এই দুই প্রিমিয়াম ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।
মোটোরোলা তার প্রিমিয়াম এজ স্মার্টফোন সিরিজ় রিফ্রেশ করল দুটি নতুন মডেল দিয়ে- Edge 30 Ultra এবং Edge 30 Fusion। এই দুটি ফোনের মধ্যে আলট্রা মডেলটি সবথেকে আকর্ষণীয়, Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। অন্য দিকে Edge 30 Fusion-এ রয়েছে Snapdragon 888+ প্রসেসর। লেটেস্ট স্মার্টফোনগুলিতে কার্ভড ডিসপ্লেও ফিরিয়ে নিয়ে এসেছে মোটোরোলা।
Edge 30 Ultra এবং Edge 30 Fusion: ভারতে দাম
Edge 30 Ultra ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে একটা মাত্রই স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 8GB RAM + 128GB ভার্সনের দাম 59,999 টাকা। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ় সেল চলাকালীন এই ফোনটিই 5,000 টাকা ছাড়ে অর্থাৎ 54,999 দামে বিক্রি করা হবে।
অন্য দিকে Edge 30 Fusion-ও লঞ্চ করা হয়েছে 8GB RAM + 128GB স্টোরেজ ভার্সনে, যার দাম 42,999 টাকা। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ় সেল চলাকালীন ফোনটিতে 3,000 টাকা ছাড় দেওয়া হবে অর্থাৎ ফোনটি ক্রয় করতে খরচ হবে 39,999 টাকা।
Motorola Edge 30 Ultra: স্পেসিফিকেশন
কার্ভড ডিসপ্লে এবং ফ্ল্যাট এজেস দেওয়া হয়েছে ফোনটিতে, সাপোর্ট করছে ডলবি অ্যাটমস। Motorola Edge 30 Ultra ফোনটি তিন বছরের সিকিওরিটি আপডেট পেতে চলেছে- 13, 14 এবং 15। পাশাপাশি চার বছরের সিকিওরিটি আপডেটও পাবে ফোনটি।
রয়েছে 6.67 ইঞ্চির এন্ডলেস এজ (কার্ভড) pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে এবং এটি কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত।
4,610mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 125W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটি 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ইন্টারস্টেলার ব্ল্যাক এবং স্টারলাইট হোয়াইট- এই দুই কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।
ক্যামেরা সিস্টেমেও এই ফোন দুর্ধর্ষ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 200MP স্যামসাং সেন্সর, যা OIS সাপোর্ট করে। একটি 50MP আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে, যা ম্যাক্রো ক্যাম হিসেবেও কাজে লাগানো যেতে পারে। তৃতীয় সেন্সর হিসেবে একটি 12MP প্রোট্রেইট ক্যামেরা দেওয়া হয়েছে। এই প্রাইমারি ক্যামেরা 8K রেকর্ডিং সাপোর্ট করবে 30fps রেটে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 60MP সেন্সর, যা 4K রেকর্ডিং সাপোর্ট করে।
Motorola Edge 30 Fusion: স্পেসিফিকেশন
এই ফোনটি আবার পরপর দুই বছরের OS আপডেট পেতে চলেছে। রয়েছে একটু ছোট 6.5 ইঞ্চির কার্ভড ডিসপ্লে। বেশ বড় এবং শক্তিশালী 4,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 68W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। কসমিক গ্রে এবং সোলার গোল্ড এই দুই কালার অপশনে ফোনটি পাওয়া যাবে।
অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট সহযোগে Edge 30 Fusion-এ রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি ডেপথ সেন্সরও। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি রিয়ার ক্যামেরাটি 8K ভিডিয়ো রেকর্ড করতে পারে।