নতুন বছরের শুরুতেই লঞ্চ হবে OnePlus 12, ফিচার আর লুক ফাঁস হয়ে গেল আগেই
OnePlus 12 Features: এই প্রিমিয়াম স্মার্টফোনটি আগামী বছরের অর্থাৎ 2024-এর জানুয়ারিতে লঞ্চ হতে পারে, এমনই তথ্য সামনে এসেছে। তবে ফোনটিতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ফিচার ফাঁস হয়েছে।

চিনা স্মার্টফোন নির্মাতা OnePlus শীঘ্রই তার প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 12 লঞ্চ করতে পারে। এর বহু ফিচার এবং স্পেসিফিকেশন অনেক মিডিয়া রিপোর্ট এবং ফাঁস হয়েছে। এছাড়াও, OnePlus চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-এ তার কিছু বিশেষ ফিচারের তথ্যও শেয়ার করেছে। এই প্রিমিয়াম স্মার্টফোনটি আগামী বছরের অর্থাৎ 2024-এর জানুয়ারিতে লঞ্চ হতে পারে, এমনই তথ্য সামনে এসেছে। তবে ফোনটিতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ফিচার ফাঁস হয়েছে।
ডিজাইন এবং ডিসপ্লে-
এই প্রিমিয়াম স্মার্টফোনে প্রথমবার X1 ওরিয়েন্টাল স্ক্রিন আনতে চলেছে কোম্পানিটি। তার জন্য Oneplus কোম্পানি BOE-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। ডিভাইসটির ডিসপ্লেতে 1,440 x 3,168 পিক্সেলের রেজোলিউশন এবং 2,600 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। ডিজাইন সম্পর্কে বললে, এটির পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 64MP লেন্স এবং LED ফ্ল্যাশ দিয়ে আপগ্রেড করা হচ্ছে। এছাড়াও, আপনি এটিতে বাঁকা ডিজাইনের কোণ দেখতে পাবেন।
স্টোরেজ এবং প্রসেসর-
অনেক রিপোর্টে বলা হয়েছে যে, OnePlus 12-এ 6.7-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার 120Hz রিফ্রেশ রেট এবং 2600nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা থাকবে। এছাড়াও, এই ডিভাইসে Qualcomm-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 3 পাওয়া যাবে, যা 24 GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 100W তারযুক্ত চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং 5400mAh পর্যন্ত আপগ্রেড করা ব্যাটারি থাকতে পারে। এখানেই শেষ নয়, ফোনটির ক্যামেরা সম্পর্কেও অনেক তথ্য ফাঁস হয়েছে।
ক্যামেরা-
সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গিয়েছে, কোম্পানির এই ডিভাইসে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এতে একটি 50MP প্রাথমিক ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 64MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য এই ডিভাইসটিতে একটি 32MP ক্যামেরাও দেওয়া হতে পারে। এছাড়াও, কোম্পানির মতে, ডিভাইসটির একটি ক্যামেরা হবে Sony LYT 808 সেন্সর, যা কোম্পানির ফোল্ডেবল ফোন OnePlus Open-এ প্রথম আনা হয়েছিল।
