Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OnePlus Nord CE 3 Lite নাকি Lava Agni 2, 20 হাজারের বাজেটে কোন ফোন কিনবেন?

OnePlus Nord CE 3 Lite Price: Lava Agni 2 5G-এর দাম 21,999 টাকা, কিন্তু 2,000 টাকার ডিসকাউন্টে 19,999 টাকায় কেনা যাবে। এই ফোনটি বাজারে উপস্থিত OnePlus Nord CE 3 Lite 5G কে অনায়াসে টেক্কা দিতে পারে।

OnePlus Nord CE 3 Lite নাকি Lava Agni 2, 20 হাজারের বাজেটে কোন ফোন কিনবেন?
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 7:17 PM

Lava Agni 2 Price: দেশীয় কোম্পানি Lava সদ্য তাদের 5G ফোন Lava Agni 2 5G লঞ্চ করেছে। Lava Agni 5G ফোনটি 2021 সালে লঞ্চ হয়েছিল। তারই আপগ্রেড ভার্সন হসেবে ধরা হয়েছে এই ফোনকে। এতে একটি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। Lava Agni 2 5G-তে MediaTek Dimensity 7050 5G প্রসেসর রয়েছে। এছাড়াও ফোনটিতে চারটি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Lava Agni 2 5G-এর দাম 21,999 টাকা, কিন্তু 2,000 টাকার ডিসকাউন্টে 19,999 টাকায় কেনা যাবে। এই ফোনটি বাজারে উপস্থিত OnePlus Nord CE 3 Lite 5G কে অনায়াসে টেক্কা দিতে পারে। এই ফোনের দাম 19,999 টাকা। তবে চলুন জেনে নেওয়া যাক 20,000 টাকা দামের এই দু’টি ফোনের মধ্যে সেরা 5G স্মার্টফোন কোনটি?

কোন ফোনের স্পেসিফিকেশন বেশি ভাল?

লাভার নতুন ফোনটিতে একটি 6.78-ইঞ্চি ফুলএইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। Lava Agni 2 5G ভারতের প্রথম স্মার্টফোন যা MediaTek Dimensity 7050 দেওয়া হয়েছে। ফোনটিতে 8 GB RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে। কোম্পানিটি তিন বছরের সিকিউরিটি আপডেট এবং দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিয়েছে এই ফোনে।

আর অন্যদিকে OnePlus ফোনে একটি 6.72-ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার 1,800 x 2,400 পিক্সেল রেজোলিউশন। এতে Snapdragon 695 5G প্রসেসর সহ 256 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ এবং 8 GB পর্যন্ত RAM-এর সাপোর্ট রয়েছে।

ক্যামেরার দিক থেকে কে এগিয়ে?

OnePlus ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 108 মেগাপিক্সেলের ফোনে প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। সেকেন্ডারি ক্যামেরাটি একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং তৃতীয় ক্যামেরাটি একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের। সেলফির জন্য ফোনটিতে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

অন্যদিকে Lava-র ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল পোর্ট্রেট এবং চার নম্বর লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফোনটির সামনে সেলফি তোলার জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন।

ব্যাটারির পার্থক্য:

Lava-র ফোনে একটি 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 16 মিনিটে ফোনের ব্যাটারি 0-50 শতাংশ চার্জ করতে পারে।

OnePlus Nord CE 3 Lite-এ 5,000mAh ব্যাটারি এবং 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনে কানেকশনের জন্য, 5G, Wi-Fi, ব্লুটুথ 5.3, GPS/A-GPS, GPS এবং একটি USB Type-C পোর্ট সাপোর্ট করে।

কোন ফোনের দাম কত?

Lava Agni 2 5G-এর দাম 21,999 টাকা। সমস্ত বড় ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলিতে ফ্ল্যাট 2,000 টাকা ছাড় দিচ্ছে। ফোনটি চলতি বছরের 24 মে Amazon India থেকে কিনতে পারবেন। OnePlus Nord CE 3 Lite 5G-এর দাম 19,999 টাকা (128GB+8GB RAM)। আর অন্য একটি ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা (256GB+8GB RAM)।