AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi A2 এখন একদম সস্তা, কিনুন মাত্র 5299 টাকায় আর পেয়ে যান দু’বছরের ওয়ারেন্টি

Redmi A2 Price: এই ফোনের 2 GB RAM এবং 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 9,999 টাকার পরিবর্তে 5,299 টাকায় কেনা যাবে। এর সঙ্গে ইএমআই অফারও পেয়ে যাবেন। এর জন্য আপনাকে প্রতি মাসে 257 টাকা দিতে হবে।

Redmi A2 এখন একদম সস্তা, কিনুন মাত্র 5299 টাকায় আর পেয়ে যান দু'বছরের ওয়ারেন্টি
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 2:02 PM
Share

অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Great Indian Festival Sale) অনেক জিনিসের উপর ছাড় দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন ধরে এই সেলের Final Days চলছিল। তবে সেলের শেষ দিনে এই ধরনের অনেক ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে, যাতে অনেক দামি জিনিসও কমে কেনা গিয়েছে। কিন্তু শেষ হয়ে যেতেও অফার শেষ হয়নি। কোম্পানিটি তার ফেস্টিভ সেলে অনেক অফার দিচ্ছে। তাই আপনি যদি একটি সস্তার ফোন খুঁজে থাকেন, তাহলে Redmi A2 কিনে ফেলতে পারেন। এই ফোনের সঙ্গে আপনাকে দেওয়া হবে পুরো 2 বছরের ওয়ারেন্টি। এই অফার সীমিত সময়ের জন্য। জেনে নেওয়া যাক Amazon-এ কত কমে আপনি এই ফোনটি কিনতে পারবেন।

Redmi A2 এর দাম এবং অফার:

এই ফোনের 2 GB RAM এবং 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 9,999 টাকার পরিবর্তে 5,299 টাকায় কেনা যাবে। এর সঙ্গে ইএমআই অফারও পেয়ে যাবেন। এর জন্য আপনাকে প্রতি মাসে 257 টাকা দিতে হবে। আপনার যদি পুরনো ফোন থাকে, তবে আপনি 6,450 টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Redmi A2-এ কী কী ফিচার রয়েছে?

এই ফোনটিতে একটি 6.52 ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে। কোম্পানির মতে, এটি একটি স্ক্র্যাচ প্রতিরোধী ফোন। এর সর্বোচ্চ উজ্জ্বলতা 400 নিট। এই ফোনে MediaTek Helio G36 প্রসেসর রয়েছে। ফোনটিতে 4 জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে, যা ভার্চুয়াল র‍্যামের মাধ্যমে 7 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটিতে 64 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও, ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে রয়েছে পোর্ট্রেট মোড। ফোনটিতে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে।