Top Phone Brand India: পাঁচ বছরে এই প্রথম, Xiaomi-কে টপকে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Samsung
Samsung Top Smartphone Brand India: 2022 সালের চতুর্থ কোয়ার্টারের সেরা স্মার্টফোন ব্র্যান্ড কোনটি, রিসার্চ ফার্ম Canalys তার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে যে তালিকাটি দেখা গিয়েছে, তাতে সবার প্রথমে Samsung-এর নাম।

Samsung And Xiaomi: দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড কোনটি? কয়েক মাস আগেও যদি এই প্রশ্ন করা হত, তাহলে তার অন্য উত্তর হত। তবে এখন সেই সমীকরণটা সম্পূর্ণ বদলে গিয়েছে। 2022 সালের চতুর্থ কোয়ার্টারের সেরা স্মার্টফোন ব্র্যান্ড কোনটি, রিসার্চ ফার্ম Canalys তার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে যে তালিকাটি দেখা গিয়েছে, তাতে সবার প্রথমে Samsung-এর নাম। বিগত পাঁচ বছরে এই প্রথম বার Xiaomi-কে টপকে এক নম্বরে চলে এসেছে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন ব্র্যান্ডটি।
Canalys এর রিপোর্ট অনুযায়ী,2022 সালের তৃতীয় কোয়ার্টারে শীর্ষস্থান দখল করেছে Samsung। এই কাণ্ডটা ঘটেছে 2022 সালের অক্টোবর-ডিসেম্বর মাসের মধ্যে। দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ডটি 21 শতাংশের মার্কেট শেয়ারের জন্য 6.7 মিলিয়ন ইউনিট বিক্রি করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। Samsung এর ঠিক পরেই রয়েছে Vivo, Xiaomi, Oppo, Realme এবং তারপরে অন্যরা। চিনা স্মার্টফোন নির্মাতা ভিভো অক্টোবর-ডিসেম্বর মাসের মধ্যে 6.4 মিলিয়ন ইউনিট শিপমেন্ট করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, Vivo-র এই বিপুল সংখ্যক ইউনিট প্রাথমিক ভাবে অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
রিপোর্টে আরও হাইলাইট করা হয়েছে, 20 ত্রৈমাসিক কেটে যাওয়ার পরেই শীর্ষ অবস্থান হারিয়েছে Xiaomi, যা কোম্পানির জন্য কোনও দিক থেকেই সুখকর খবর নয়। Canalys তার রিপোর্টে উল্লেখ করেছে, 2022 সালের চতুর্থ কোয়ার্টারে Xiaomi 5.5 মিলিয়ন ইউনিট শিপমেন্ট করেছে। তার ঠিক পরেই 5.7 মিলিয়ন এবং 2.7 মিলিয়ন ইউনিট শিপমেন্ট করে Oppo এবং Realme যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে।
ক্যানালিসের বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেছেন, “যেসব বিক্রেতারা মূলত অনলাইন চ্যানেলগুলিতে ফোকাস করেছিল, তারা 2022 সালের চতুর্থ কোয়ার্টারে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে দুর্বল বিক্রিবাট্টার কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল।” তিনি আরও যোগ করে বললেন, “ই-কমার্স চ্যানেলে পুরনো মডেলগুলি কীরকম বিক্রি হয়, তার পরীক্ষা চালাচ্ছিল Xiaomi। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। উৎসবের মরসুমে দুর্বল বিক্রিবাট্টার কারণে 2022 সালের চতুর্থ কোয়ার্টারে Xiaomi এবং Realme অনলাইন চ্যানেলগুলিতে সে ভাবে তাদের মডেলগুলি বিক্রি করতে পারেনি। ওই একই সময়ে টায়ার-থ্রি এবং টায়ার-ফোর শহরগুলিতে Vivo এবং OPPO অফলাইন চ্যানেলে তাদের মডেলগুলি বিক্রি করে। অন্যদিকে স্যামসাংও অনলাইন এবং অফলাইন দুই দিকেই ব্যাপক হারে তাদের মডেলগুলি বিক্রি করেছে।”
ওই রিপোর্টে আরও প্রকাশ করা হয়েছে, ভারতের স্মার্টফোনের শিপমেন্ট 2022 সালে 15.6 মিলিয়ন ইউনিটে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় 6 শতাংশের মোট হ্রাস। “অন্যান্য বাজারের তুলনায় বিশ্বব্যাপী মন্দার আবহাওয়ার জন্য ভারত ভাল অবস্থানে ছিল”, রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
