Samsung Galaxy M33 5G স্মার্টফোনে বাম্পার অফার, বাড়ি নিয়ে আসুন মাত্র 832 টাকা দিয়ে
Samsung Galaxy M33 5G Price: আপনি এতে ব্যাঙ্ক অফার এবং নো-কস্ট ইএমআই-এর অপশনও পাবেন। এই Samsung স্মার্টফোনটি ই-কমার্স সাইট Amazon-এ 25,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে আপনাকে এর জন্য এত টাকা খরচ করতে হবে না। বর্তমানে এতে 29 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
Samsung Galaxy M33 5G Offers: অনলাইনে প্রায় প্রতিদিনই কোনও না কোনও স্মার্টফওনের উপর ছাড় দেওয়া হয়। সেই মতোই Samsung Galaxy M33 5G স্মার্টফোনে বিশাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তার উপরে সদ্য Samsung Galaxy M34 5G ভারতের বাজারে লঞ্চ হয়েছে। নতুন কোনও আপডেটেড মডেল বাজারে এলে, সাধারণত আগের মডেলের উপর ছাড় দেওয়া হয়। তাই Samsung Galaxy M33 5G স্মার্টফোনে অফার দেওয়া হচ্ছে। আপনি এই অফারটি ই-কমার্স সাইট Amazon-এ পাবেন। Samsung Galaxy M33 ফোনটিতে আপনি 5G নেটওয়ার্কের সাপোর্ট পাবেন। এছাড়াও এই স্মার্টফোনে কোম্পানির ইন-হাউস প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি আপনি তিনটি রঙে কিনতে পারবেন। ডার্ক ব্ল্যাক, ডার্ক ব্রাউন এবং লাইট গ্রিন কালার অপশনে পাবেন। চলুন জেনে নেওয়া যাক আর কী কী অফার পাবেন?
Samsung Galaxy M33 5G-এ অফার:
আপনি এতে ব্যাঙ্ক অফার এবং নো-কস্ট ইএমআই-এর অপশনও পাবেন। এই Samsung স্মার্টফোনটি ই-কমার্স সাইট Amazon-এ 25,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে আপনাকে এর জন্য এত টাকা খরচ করতে হবে না। বর্তমানে এতে 29 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়ের পরে আপনি Samsung Galaxy M33 5G স্মার্টফোনটি মাত্র 18,499 টাকায় কিনতে পারবেন। Samsung Galaxy M33 5G-তে Amazon-এ 832 টাকার একটি নো-কস্ট ইএমআই অপশনে কিনতে পারবেন। এই ফোনটি HSBC ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনেন, তাহলে আপনি 250 টাকার ক্যাশব্যাক পাবেন।
Samsung Galaxy M33 5G-এর স্পেসিফিকেশন:
Samsung Galaxy M33 5G স্মার্টফোনটিতে একটি 6.6-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এতে FHD+ রেজুলেশন দেওয়া হয়েছে। ফোনটিতে Gorilla Glass 5 প্রোটেকশন দেওয়া হয়েছে। ফোনটিতে অক্টাকোর এক্সিনোস 1280 চিপসেট সাপোর্ট রয়েছে।
এছাড়াও Samsung Galaxy M33 5G ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মেন ক্যামেরাটি 50MP-এর। এর 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো সেন্সর এবং 2MP ডেপথ ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এছাড়াও 8MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটিতে 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।