1 ডিসেম্বর Xiaomi 13 Series লঞ্চ করছে, সাধারণ ও প্রো মডেলের ফিচার কেমন হতে পারে?

Xiaomi-র পরবর্তী এই ফ্ল্যাগশিপ সিরিজ়টিতে থাকছে মোট দুটি ফোন— Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। সংস্থার তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, MIUI 14 আউট অফ দ্য বক্স সহযোগেই ফোনগুলি লঞ্চ করা হবে।

1 ডিসেম্বর Xiaomi 13 Series লঞ্চ করছে, সাধারণ ও প্রো মডেলের ফিচার কেমন হতে পারে?
Xiaomi-র নতুন ফ্ল্যাগশিপ সিরিজ় আসছে শীঘ্রই। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2022 | 1:48 PM

Xiaomi 13 Series লঞ্চ করছে 1 ডিসেম্বর, সোমবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল জনপ্রিয় চিনা টেক জায়ান্ট Xiaomi। প্রাথমিক ভাবে এই ফোনটি লঞ্চ করা হবে চিনের মার্কেটের জন্যই। তারপর তা পৌঁছে যাবে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের মার্কেটে। শাওমি-র পরবর্তী এই ফ্ল্যাগশিপ সিরিজ়টিতে থাকছে মোট দুটি ফোন— Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। সংস্থার তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, MIUI 14 আউট অফ দ্য বক্স সহযোগেই ফোনগুলি লঞ্চ করা হবে। এর পাশাপাশিই আবার Xiaomi Watch S2 এবং Buds 4 TWS ইয়ারবাডও লঞ্চ করা হবে।

Xiaomi একটি অফিসিয়াল পোস্টারও শেয়ার করেছে এই ফ্ল্যাগশিপ সিরিজ়ের লঞ্চ ডেট ঘোষণা করতেষ। সেখানে দেখা গিয়েছে, এই ফোনের ক্যামেরায় থাকছে Leica-ব্র্যান্ডেড সেন্সর। জানা গিয়েছে, এদের মধ্যে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro এই দুই ফোনই পারফরম্যান্সের দিক থেকে চালিত হবে স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে।

সম্প্রতি Xiaomi 13 Pro ফোনটি দেখা গিয়েছিস গিকবেঞ্জ লিস্টিং সাইটে। সেই লিস্টিং থেকেই জানা গিয়েছিল, Xiaomi 13 Pro-এ থাকছে অক্টা-কোর প্রসেসর। 2210132C মডেল নম্বরে তালিকভুক্ত হয়েছে ফোনটি। সিঙ্গেল কোর এবং মাল্টি-কোর টেস্টে ফোনটির স্কোর যথাক্রমে 1504 এবং 5342 পয়েন্ট। গিকবেঞ্চ লিস্টিং থেকে আরও জানা গিয়েছে, সফটওয়্যারের দিক থেকে ফোনে Android 13 অপারেটিং সিস্টেম রয়েছে। 12GB পর্যন্ত RAM-ও থাকছে এই স্মার্টফোনে।

Xiaomi 13 Pro হ্যান্ডসেটে থাকছে 6.7 ইঞ্চির Samsung E6 Amoled ডিসপ্লে, যা 2K রেজ়োলিউশন সাপোর্ট করে। ফোনের স্ক্রিনটির রিফ্রেশ রেট 120Hz। জানা গিয়েছে, এই ফোনের দুটি RAM ভ্যারিয়েন্ট রয়েছে— 8GB এবং 12GB। আর এই র‌্যাম অপশনগুলি পেয়ার করা হতে পারে 128GB, 256GB এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটির সঙ্গে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 50MP Sony IMX989 সেন্সর। এই প্রাইমারি ক্যামেরা পেয়ার করা থাকছে 50MP আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 50MP টেলিফটো সেন্সরের সঙ্গে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Xiaomi 13 সিরিজ়ের ফোনে শক্তিশালী 4,800mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। Xiaomi 13 Pro আবার 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। জল্পনা চলছে, এই ফোনটি রিভার্স এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।