AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio-র মারকাটারি প্ল্যান! কম খরচে 150GB ডেটা, দিনে যতখুশি ব্যবহার করতে পারেন

Jio-র 667 টাকার প্ল্যানটি একটি ডেটা প্ল্যান। এই Jio Data Plan-এ আপনি 90 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। প্ল্যানটিতে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে আপনাকে 150GB ডেটা অফার করা হবে। তবে, সেই ডেটার কোটা আপনি যদি শেষ করে ফেলেন, তাহলে ইন্টারনেট স্পিড 64 Kbps হয়ে যাবে।

Jio-র মারকাটারি প্ল্যান! কম খরচে 150GB ডেটা, দিনে যতখুশি ব্যবহার করতে পারেন
Jio-র দুর্দান্ত রিচার্জ প্ল্যান।
| Edited By: | Updated on: May 03, 2023 | 7:52 PM
Share

Jio Recharge Plan: দেশে এখন ভরপুর ক্রিকেটের মরশুম! IPL চলছে পুরোদমে। JioCinema অ্যাপটি যদি আপনার ফোনে থাকে, তাহলে আর চিন্তাই নেই। সম্পূর্ণ বিনামূল্যে আপনি চাক্ষুষ করতে পারবেন Tata IPL-এর প্রত্যেকটা ম্যাচ। কিন্তু তা বলে তো আর আপনার ফোনে ইন্টারনেট কেউ রিচার্জ করিয়ে দেবে না! IPL-এর ম্যাচগুলি দেখতে আপনার বিপুল পরিমাণে ডেটার প্রয়োজন। অতিরিক্ত ডেটা প্ল্যান রিচার্জ করার পরেও মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে সমস্ত মোবাইল ডেটা। তাই, আপনার এমন একটা Jio রিচার্জ প্ল্যানের দরকার, যা আপনাকে এই IPL 2023 মরশুমে ডেটার কথা ভাবিয়ে বিন্দুমাত্র চিন্তা করতে দেবে না। Reliance Jio-র ঝুলিতে সেরকমই একটা প্ল্যান রয়েছে, যেখানে আপনি বিপুল পরিমাণ ডেটা পেয়ে যাবেন। কী অফার পাবেন সেই প্ল্যানে, দেখে নিন।

Jio 667 টাকার প্ল্যান

Jio-র 667 টাকার প্ল্যানটি একটি ডেটা প্ল্যান। এই Jio Data Plan-এ আপনি 90 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। প্ল্যানটিতে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে আপনাকে 150GB ডেটা অফার করা হবে। তবে, সেই ডেটার কোটা আপনি যদি শেষ করে ফেলেন, তাহলে ইন্টারনেট স্পিড 64 Kbps হয়ে যাবে। এই প্ল্যানে ইউজাররা কোনও ফ্রি কলিং বা মেসেজিংয়ের সুবিধা পাবেন না। Reliance Jio-র অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন।

এই প্ল্যানের সুবিধা নেবেন কীভাবে

যেমনটা আমরা আগেই বললাম, এই Jio প্ল্যানে আপনি কোনও রকমের আনলিমিটেড কলিং বা মেসেজিংয়ের সুবিধা পাবেন না। 667 টাকার এই প্ল্যান আসলে একটি ডেটা ওনলি প্ল্যান। এর সমস্ত সুবিধা পেতে আপনাকে আর একটি রেগুলার প্ল্যান রিচার্জ করতে হবে। তবে, Jio-র 667 টাকার প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল, এতে কোনও ডেইলি ডেটা আপনাকে অফার করা হবে না।

সুবিধাটা কোথায়, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই? আপনি প্রতিদিন যতটা খুশি ডেটা ব্যবহার করতে পারেন। রোজ 1GB বা 2GB এমন কোনও ক্যাপ থাকছে না এই প্ল্যানের সঙ্গে। প্রতিদিনের হিসেবে যদি দেখেন, তাহলে ভ্যালিডিটি অনুযায়ী প্ল্যানটিতে আপনি দৈনিক ভিত্তিতে 1.5GB-র থেকে সামান্য কিছুটা বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আর একটা মজাদার বিষয় আছে। প্ল্যানটি ব্যবহার করতে আপনাকে আর একটি প্যাক রিচার্জ করতে হবে। সেই প্ল্যানেও আপনি দৈনিক ব্যবহারের জন্য কিছুটা ডেটা পেয়ে যাবেন। এখন সব মিলিয়ে 667 টাকার Jio Plan কতটা জরুরি, নিজেই বুঝে নিন।