Apple iPad এখন আরও সস্তা, 5000 টাকার ছাড় আর সবমিলিয়ে 9000 টাকার লাভ
Apple 10th Generation iPad Price: এই iPad গত বছরের অর্থাৎ 2022-এর 18 অক্টোবর লঞ্চ হয়েছিল। লঞ্চের ঠিক এক বছর পর অ্যাপল প্যাডের দাম কমানো হল। নতুন iPad Wi-Fi মডেলটি গত বছর 44,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর Wi-Fi প্লাস সেলুলার মডেলটি 59,900 টাকায় আসবে। চলুন দেখে নেওয়া যাক এর দাম। আর এতে কী কী অফার পাওয়া যাবে।
Apple iPad, iPhone কিংবা iPod, যা-ই হোক না কেন, প্রিমিয়াম কোম্পানি হওয়ার দাম অনেকটাই বেশি হয়। আর তার ফলে কোম্পানিও দুর্দান্ত সব ফিচার দেয়। আর কোম্পানির তরফে বিরাট কোনও ছাড়ও দেওয়া হয় না। তবে অ্যাপল তাদের 10 জেনারেশন আইপ্যাডের দাম কমিয়েছে। আপনি এই iPadটি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন। আপনি সরাসরি 5000 টাকা ছাড় পাবেন। এই iPad গত বছরের অর্থাৎ 2022-এর 18 অক্টোবর লঞ্চ হয়েছিল। লঞ্চের ঠিক এক বছর পর অ্যাপল প্যাডের দাম কমানো হল। নতুন iPad Wi-Fi মডেলটি গত বছর 44,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর Wi-Fi প্লাস সেলুলার মডেলটি 59,900 টাকায় আসবে। চলুন দেখে নেওয়া যাক এর দাম। আর এতে কী কী অফার পাওয়া যাবে।
দাম ও অফার:
এই iPadটি 44,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে আপনি এখন 39,900 টাকায় কিনতে পারবেন। এর মানে আপনি এতে 5000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। উৎসবের মরসুমে, 10 তম প্রজন্মের iPad-এ বর্তমানে 4000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। অর্থাৎ তখন এই 10th generation iPad-এর দাম হবে 35,900 টাকা। যা 9 তম প্রজন্মের আইপ্যাডের থেকে 3000 টাকা বেশি। আইপ্যাড প্রো, 9তম আইপ্যাড এয়ারের দাম কমায়নি অ্যাপল। অ্যাপল প্যাড অ্যাপল স্টোরের পাশাপাশি অ্যাপল ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন। এছাড়া অ্যাপলের পার্টনার স্টোর থেকে অ্যাপল প্যাড কেনা যাবে।
Apple 10th Generation iPad-এর স্পেসিফিকেশন ও ফিচার:
এতে 10.9 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। এতে A14 Bionic চিপসেট রয়েছে। 10 তম প্রজন্মের iPad ভিডিয়ো সম্পাদনা, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দুর্দান্ত, আপনি এই সব কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। এতে একটি 12MP আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আগের মডেলটিতে একটি 7MP ফ্রন্ট ক্যামেরা ছিল। এতে আপনি একটি USB-C পোর্ট-এর সাপোর্ট পেয়ে যাবেন।