Apple Watch Series 9-এ দেওয়া হচ্ছে আলট্রা-ওয়াইড ব্যান্ড চিপ ও উন্নত হার্ট রেট সেন্সর
Apple Watch Ultra 2 এবং Watch Series 9 এই দুই স্মার্টওয়াচে কোম্পানির নতুন U2 চিপ দেওয়া হচ্ছে। তার ফলে অ্যাপলের আলট্রা ওয়াইডব্যান্ডটি একটি আপগ্রেডেড ভার্সন পেতে চলেছে। তাছাড়াও ঘড়ির 'ফাইন্ড মাই' ফিচারটিও আগের থেকে অনেকটা বদলানো হচ্ছে।
12 সেপ্টেম্বর বড় ইভেন্টের প্রস্তুতি নিচ্ছে Apple। সে দিন iPhone 15 সিরিজ়ের পাশাপাশি Watch Series 9 এবং Watch Ultra 2 এই দুটি স্মার্টওয়াচও নিয়ে আসছে কুপার্টিনোর টেক জায়ান্ট। এই স্মার্টওয়াচের ডিজ়াইন সংক্রান্ত তেমন বিরাট কিছু পরিবর্তন হয়তো করা হবে না। তবে তা একটি নতুন চিপ এবং পরিণত সেন্সর পেতে চলেছে বলে খবর।
ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, Watch Ultra 2 এবং Watch Series 9 এই দুই স্মার্টওয়াচে কোম্পানির নতুন U2 চিপ দেওয়া হচ্ছে। তার ফলে অ্যাপলের আলট্রা ওয়াইডব্যান্ডটি একটি আপগ্রেডেড ভার্সন পেতে চলেছে। তাছাড়াও ঘড়ির ‘ফাইন্ড মাই’ ফিচারটিও আগের থেকে অনেকটা বদলানো হচ্ছে। জল্পনা চলছে, এই আলট্রাওয়াইড-ব্যান্ড চিপটি iPhone 15এও থাকতে পারে।
এর আগের একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, আসন্ন অ্যাপল ঘড়িগুলি S9 চিপ দ্বারা চালিত হতে পারে এবং তার পারফরম্যান্সেরও গতি বাড়তে পারে। আগের S8 চিপের তুলনায় নতুন S9 চিপসেটটি 20 শতাংশ বেশি দ্রুত এবং শক্তিসম্পন্নও বটে। নতুন চিপটি ডুয়াল-ব্যান্ড জিপিএস সাপোর্ট এবং 5G নেটওয়ার্কের সাপোর্টও দিতে চলেছে।
পাশাপাশি এ-ও জানা গিয়েছে, অ্যাপলের নতুন ঘড়িগুলিতে বিভিন্ন সেন্সর এবং ইন্টারনাল কম্পোনেন্ট আপগ্রেডও দেওয়া হচ্ছে। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হল, আগের তুলনায় আরও নিখুঁত একটি হার্ট রেট সেন্সর। প্রসঙ্গত, Apple Watch Series 6 লঞ্চ হয়েছিল তিন বছর আগে। তারপর থেকে একই প্রসেসর প্রায় সমস্ত মডেলে দেওয়া হয়েছে। গত বছর লঞ্চ হওয়া Apple Watch Series 8 এবং অ্যাপল ওয়াচ আলট্রাতেও এই একই প্রসেসর দেওয়া হয়েছে।
তবে কুপার্টিনোর টেক জায়ান্টটি Apple Watch Series-এর দশম প্রজন্ম নিয়েও কাজ শুরু করে দিয়েছে। সেই মডেলটি ভিজ়ুয়ালি বড়সড় আপগ্রেড পেতে চলেছে। সেই ঘড়িতেই আবার একটি ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট বেসড স্ট্র্যাপ সিস্টেম দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেই Apple Watch X লঞ্চ হতে পারে 2024 বা 2025 সালে। স্মার্টওয়াচ সিরিজ়ের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যেই লঞ্চ করা হবে ঘড়িটি।