Noise Air Buds Pro SE: মাত্র 1,699 টাকায় ‘প্রিমিয়াম’ ইয়ারবাড নিয়ে এল Noise, 10 মিনিটের চার্জে 180 মিনিটের প্লেটাইম
Noise Air Buds Pro SE ভারতে লঞ্চ করা হয়েছে 1,699 টাকায়। Flipkart ও Noise-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইয়ারবাডটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। মোট দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ইয়ারবাড- লাস্টার ব্ল্যাক ও শ্যাম্পেন গোল্ড।
Noise ভারতে একের পর এক ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসছে। সংস্থাটি একটি নতুন TWS ইয়ারবাড লঞ্চ করেছে দেশে, যার নাম Air Buds Pro SE এডিশন। লেটেস্ট ইয়ারবাডে দেওয়া হয়েছে কাস্টমাইজ়েবল মেটালিক ডিজ়াইন, যা একটা প্রিমিয়াম লুক দিয়েছে। পারিপার্শ্বিকের আওয়াজ যাতে কথোপকথনে ব্যাঘাত না ঘটায়, তার জন্য ইয়ারবাডটিতে Quad Mic ENC (এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশন) প্রযুক্তি দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই Air Buds Pro SE TWS ইয়ারবাড স্বচ্ছ অডিও কোয়ালিটি ও দুর্ধর্ষ অভিজ্ঞতা দিতে পারে।
Noise Air Buds Pro SE: কত দাম ও অন্যান্য তথ্য
Noise Air Buds Pro SE ভারতে লঞ্চ করা হয়েছে 1,699 টাকায়। Flipkart ও Noise-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইয়ারবাডটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। মোট দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ইয়ারবাড- লাস্টার ব্ল্যাক ও শ্যাম্পেন গোল্ড।
Noise Air Buds Pro SE: ফিচার ও স্পেসিফিকেশন
এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে দেওয়া হয়েছে ইনস্টাচার্জ প্রযুক্তি, যা মাত্র 10 মিনিটের চার্জে 180 মিনিটের প্লেটাইম দিতে পারে। ইউজ়ারের মিউজ়িক যাতে একটাও মাত্র বিট মিস না করে, তা নিশ্চিত করবে ইয়ারবাডটি। 13mm ড্রাইভার দেওয়া হয়েছে, যা অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন সাপোর্ট করবে।
হাইপারসিঙ্ক প্রযুক্তি দেওয়া হয়েছে TWS ইয়ারবাডটিতে। ঝক্কিহীন ভাবে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে দেয়। ব্লুটুথ ভার্সন 5.3 থাকার ফলে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি পাওয়া যায়। IPX5 ওয়াটার রেজ়িস্ট্যান্স রেটিং প্রাপ্ত এই ইয়ারবাড, যা ওয়ার্কআউট সহ অন্যান্য আউটডোর অ্যাক্টিভিটির জন্য খুবই সহায়ক।
Air Buds Pro SE ইয়ারবাডটি এক চার্জে 40 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।