7 Ring: 4,777 টাকায় নতুন স্মার্ট রিং নিয়ে এল সেভেন, আংটি থেকেই UPI
7 Ring-এর দাম এমনিতেই কম, মাত্র 7,000 টাকায় স্মার্ট আংটিটি নিয়ে আসা হয়েছে। তবে আর্টি বার্ড অফারে এই স্মার্ট আংটি আপনি পেয়ে যাবেন মাত্র 4,777 টাকায়। তবে আপাতত এই স্মার্ট রিং তাঁরাই ক্রয় করতে পারবেন, যাঁরা একটি ইনভাইট কোড পাবেন। ঝক্কিহীন ভাবে এবং অত্যন্ত নিরাপদে পেমেন্ট ট্রানজ়াকশনের জন্য এই আংটিতে দেওয়া হয়েছে NFC প্রযুক্তি।
Smart Ring With UPI: ভারতে কম দামে একটি চমৎকার স্মার্ট রিং লঞ্চ হয়ে গেল। সেই রিংটি নিয়ে এসেছে 7 নামের একটি স্টার্ট-আপ। দেশি কনজ়িউমার টেকনোলজি ব্র্যান্ডের এই স্মার্ট রিংটি তার ব্যবহারকারীদের কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে দেবে। 7 Ring-এর দাম এমনিতেই কম, মাত্র 7,000 টাকায় স্মার্ট আংটিটি নিয়ে আসা হয়েছে। তবে আর্টি বার্ড অফারে এই স্মার্ট আংটি আপনি পেয়ে যাবেন মাত্র 4,777 টাকায়। তবে আপাতত এই স্মার্ট রিং তাঁরাই ক্রয় করতে পারবেন, যাঁরা একটি ইনভাইট কোড পাবেন।
7 Ring: ফিচার ও ফাংশন
একাধিক অভিনব ফিচার্স রয়েছে এই স্মার্ট রিংয়ে। ঝক্কিহীন ভাবে এবং অত্যন্ত নিরাপদে পেমেন্ট ট্রানজ়াকশনের জন্য এই আংটিতে দেওয়া হয়েছে NFC প্রযুক্তি। ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ এই স্মার্ট রিংটি টেকসই, প্রতিদিনের ব্যবহারযোগ্য হওয়ার সমস্ত বৈশিষ্ট্যই রয়েছে এতে। ব্যবহারকারীদের একটা বড় অংশ যাতে ব্যবহার করতে পারেন, তার জন্য সাতটি ভিন্ন সাইজ়ে নিয়ে আসা হয়েছে এই 7 Ring।
7 Ring: খুব সহজে সেটআপ ও ব্যবহার
এই স্মার্ট রিং ব্যবহার করতে ইউজ়ারদের প্রথমেই একটি ইউজ়ার-ফ্রেন্ডলি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ওই অ্যাপ থেকেই প্রথমে সেটআপ করতে হবে, তারপরে সেখানে টাকাও লোড করে নিতে হবে। 7 Ring তার ব্যবহারকারীদের মাসে প্রাথমিক ভাবে 10,000 টাকার ট্রানজ়াকশন করতে দেবে। তারপরে ভিডিয়োর মাধ্যমে KYC ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলেই 2,00,000 টাকা পর্যন্ত ট্রানজ়াকশন করা যাবে।
7 Ring: সীমাবদ্ধতা এবং ব্যবহারের সুযোগ
7 Ring একাধিক অ্যাডভান্সড ফাংশন অফার করছে। যদিও এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, স্মার্ট রিংটি আপাতত ইনভাইট কোডের মাধ্যমেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। সেভেনের এই নতুন স্মার্ট আংটি সম্পূর্ণ ভাবে ভারতেই তৈরি করা হয়েছে। তাই এতে UPI-এর উপরে জোর দেওয়া হয়েছে। যদিও ভারতের বাইরে এই স্মার্ট রিং ব্যবহার করে আপনি UPI করতে পারবেন না।