Laptop: ল্যাপটপের ‘লিড’ বন্ধ থাকলেও কীভাবে চালু রাখবেন মেশিন? জেনে নিন ট্রিকস

Laptop: ল্যাপটপের ঢাকনা বন্ধ থাকলেও কীভাবে চালু রাখবেন মেশিন? শিখে নিন কয়েকটি সহজ পদ্ধতি

Laptop: ল্যাপটপের 'লিড' বন্ধ থাকলেও কীভাবে চালু রাখবেন মেশিন? জেনে নিন ট্রিকস
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2022 | 10:35 PM

কোভিডের (Covid 19) সময় থেকেই ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) পাশাপাশি ল্যাপটপ (Laptops) আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। অনেকসময়েই এমন হয় যে ইউজার হয়তো ল্যাপটপে কাজ করতে করতে মাঝপথে উঠে গিয়েছেন। অন্য কোনও গন্তব্যে পৌঁছে হয়তো আবার কাজে বসবেন। সেক্ষেত্রে ল্যাপটপ পুরো বন্ধ করে নিয়ে যাওয়া সমস্যার হতে পারে। যদি কাছাকাছি কোনও গন্তব্য হয়, তাহলে বারবার ল্যাপটপ খোলা বন্ধ করলে মেশিনের মেয়াদ কমতে পারে, ল্যাপটপ খারাপ হতে পারে, সর্বোপরি ল্যাপটপে কাজ করায় অসুবিধা হতে পারে। সেজন্য ল্যাপটপের ঢাকনা বন্ধ রাখলেও কীভাবে ল্যাপটপ চালু রাখবেন অর্থাৎ অন করবেন, সেটার জন্য সহজ কিছু ট্রিকস শিখে নিন। এগুলো জেনে নিলে ল্যাপটপ আপাত ভাবে দেখতে বন্ধ লাগলেও চালু থাকবে মেশিন।

ল্যাপটপের ঢাকনা বন্ধ থাকলেও কীভাবে চালু রাখবেন মেশিন? শিখে নিন কয়েকটি সহজ পদ্ধতি

স্টেপ ১- প্রথমে আপনার মেশিন অর্থাৎ ল্যাপটপ খুলে স্টার্ট সার্চ বক্সে যান। এবার কন্ট্রোল টাইপ করে কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন। সার্চ রেজাল্ট হিসেবে এই কন্ট্রোল প্যানেল আসবে।

স্টেপ ২- এর পরবর্তীতে ‘পাওয়ার’ টাইপ করুন কন্ট্রোল প্যানেলের সার্চ বক্সে। এরপর পাওয়ার অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩- এবার নেভিগেশন প্যান, যেটি বাঁদিকে থাকে, সেখানে ট্যাপ করতে হবে। এখানে ইউজার দেখতে পাবেন ল্যাপটপের ঢাকনা বন্ধ করলেও কীভাবে মেশিন চালু থাকবে তা জানা যাবে।

স্টেপ ৪- পাওয়ার এবং স্লিপ বাটন ছাড়াও লিড সেটিংস দেখা যাবে এখানে। এই লিড হল ল্যাপটপের ঢাকনা। এখানে একটি অপশন পাবেন ‘হোয়েন আই কোল দ্য লিড’। এর সঙ্গে আরও দুটো অপশন পাবেন, একটি হল ব্যাটারি অন রাখা, অন্যটি প্লাগড ইন। এর মধ্যে যেকোনও একটি বা দু’টিই সিলেক্ট করতে পারবেন।

স্টেপ ৫- এবার ল্যাপটপে সমস্ত কিছু ‘সেভ দ্য চেঞ্জেস’ অপশনে ক্লিক করে ল্যাপটপ একটি এক্সটারনাল মনিটরে যুক্ত করে ল্যাপটপের ঢাকনা বন্ধ করে দিন। তাহলে আপনার ল্যাপটপ বন্ধ হলেও চালু থাকবে।

আরও পড়ুন- Whatsapp Voice Message: হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে চালু হচ্ছে ৬টি নতুন ফিচার, সেগুলো কী কী?

আরও পড়ুন- AC And Ceiling Fan: এসি-র ঠান্ডা ছড়িয়ে দিয়ে ইলেকট্রিক বিল কমাতে পারে একমাত্র পুরনো ভাল সিলিং ফ্যান, দাবি গবেষণায়

আরও পড়ুন- WhatsApp Phone Compatibility 2022: বড় বিপদ! ৩১ মার্চ থেকে এই ৩০ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না, তালিকায় আপনারটাও?