Samsung মোবাইল ব্যবহার করেন? প্যান-আধার-ড্রাইভিং লাইসেন্স আপনার ফোনেই স্টোর করা যাবে
Samsung Wallet App: যে কোনও গ্যালাক্সি ফোন যদি আপনার কাছে থাকে, তাহলে আর ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আধার বা প্যানের কপি আপনাকে সঙ্গে করে বহন করতে হবে না। Galaxy মোবাইল ব্যবহারকারীদের জন্য Samsung তার Wallet অ্যাপটি লঞ্চ করেছে, যা ব্যবহারকারীদের সমস্ত ডিজিটাল আইডি এক জায়গায় স্টোর করে রাখতে দেবে।
Samsung Wallet App: আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সহ অন্যান্য সরকারি ডকুমেন্ট সবসময় আমাদের পক্ষে বহন করা সম্ভব হয় না। কিন্তু যে কোনও সময় এই দরকারি ডকুমেন্টগুলিই আমাদের প্রয়োজন হতে পারে। তাই, আধার হোক বা প্যান সবকিছুর যাতে একটা ডিজিটাল কপি রেখে দেওয়া যায়, তার জন্য কেন্দ্র DigiLocker নামক একটি মোবাইল অ্যাপ নিয়ে হাজির হয়েছিল। এখন টেকনোলজি জায়ান্ট Samsung-ও তার গ্রাহকদের জন্য সেরকমই একটা পরিষেবা দিতে শুরু করেছে। তবে তার জন্য আপনার দরকার একটি Samsung Galaxy মোবাইল। যে কোনও গ্যালাক্সি ফোন যদি আপনার কাছে থাকে, তাহলে আর ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আধার বা প্যানের কপি আপনাকে সঙ্গে করে বহন করতে হবে না। Galaxy মোবাইল ব্যবহারকারীদের জন্য Samsung তার Wallet অ্যাপটি লঞ্চ করেছে, যা ব্যবহারকারীদের সমস্ত ডিজিটাল আইডি এক জায়গায় স্টোর করে রাখতে দেবে।
Samsung Wallet App কী
স্যামসাং ওয়ালেট অ্যাপ তার ব্যবহারকারীদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো একাধিক জরুরি ডকুমেন্ট এক জায়গায় স্টোর করে রাখতে দেয়। পাশাপাশি এই অ্যাপে Co-Win ভ্যাক্সিন সার্টিফিকেটও স্টোর করে রাখতে পারবেন স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীরা। তবে তার জন্য গ্রাহকদের প্রথমে কিছু ডকুমেন্টের ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে রাখতে হবে। তারপরেই সেই নির্দিষ্ট ডকুমেন্ট ডিজিটাল ফর্ম্যাটে চলে আসবে Samsung Wallet-এ।
নতুন Samsung Wallet এর সঙ্গে Samsung Pay এবং Samsung Pass এর সমস্ত ফিচার্সও সংযুক্ত করা হয়েছে। ডিজিটাল আইডি স্টোর করার ওয়ালেটের পাশাপাশি নতুন অ্যাপটিকে একটি পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবেও কাজে লাগাতে পারেন গ্যালাক্সি ফোন ব্যবহারকারীরা। শুধু তাই নয়। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেমন UPI পেমেন্ট করতে পারবেন। তেমনই আবার ফিঙ্গারটিপের মাধ্যমে সমস্ত জরুরি ডকুমেন্টের অ্যাক্সেস নিতে পারবেন। এছাড়াও এই অ্যাপ তার ব্যবহারকারীদের FASTag রিচার্জ করতে দেবে, ট্রেন টিকিট এবং বোর্ডিং পাসও স্টোর করে রাখতে দেবে।
Samsung এর তরফ থেকে জানানো হয়েছে, এই ওয়ালেট ফিচারটি Galaxy Watch সিরিজ়েও দেওয়া হচ্ছে। স্যামসাং মোবাইল ইউজারদের এই ফিচার ব্যবহার করতে গেলে গ্যালাক্সি স্টোর থেকে তাদের Samsung Pay সার্ভিস অ্যাপটি আপডেট করতে হবে স্যামসাং ওয়ালেটে। সমস্ত গ্যালাক্সি স্টোরের জন্যই এই এটি একটি ডিফল্ট অ্যাপ্লিকেশন।
Samsung Wallet App: সুরক্ষা ফিচার্স
গ্রাহকদের যাবতীয় জরুরি তথ্য ও সর্বোপরি ওই ডকুমেন্টগুলি সুরক্ষিত রাখতে এই অ্যাপের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট বা পিন আনলকিং সিস্টেম থাকছে। তাছাড়া এখানে যেসব ডেটা স্টোর করা থাকবে, তার সবই এনক্রিপ্টেড। ব্যবহারকারীদের তা অতিরিক্ত সুরক্ষা স্তর দিতে পারবে।
থাকছে বিভিন্ন অফারও। বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় ডিলস, গিফ্ট কার্ড, প্রমোশন, অফার ইত্যাদির একাধিক বিষয় থাকছে বিভিন্ন স্টোর থেকে। অন্য কোনও স্যামসাং ফোনে এই ওয়ালেট অ্যাপটি থাকলে ব্যবহারকারীরা টাকা পাঠাতে পারবেন। ডিজিলকারের মতোই Samsung Wallet অ্যাপ তার ব্যবহারকারীদের 2,000 আইডি এবং ডকুমেন্ট অ্যাক্সেস করতে দেবে। আবার SmartThings Find অ্যাপের মাধ্যমে স্যামসাং ব্যবহারকারীরা তাঁদের ডিভাইস লক ও ডিসেবল করে রাখতে পারবেন।