Supermoon 2023: বছরের প্রথম ‘সুপারমুন’ দেখতে পাবেন আর একটু পরেই, খালি চোখে কখন-কীভাবে দেখবেন?
Supermoon Today: 3 জুলাই, সোমবারই সেই সুপারমুন দৃশ্যমান হতে চলেছে। চলতি বছরের অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় সেটি উজ্জ্বল এবং অপেক্ষাকৃত বড় হবে। এর অর্থ হল, আপনি খালি চোখেই সুপারমুন চাক্ষুষ করতে পারবেন।
First Supermoon: 2023 সালে পৃথিবীর মানুষজন মোট চারটি সুপারমুন চাক্ষুষ করতে পারবেন। তার মধ্যে একটি দেখা যাবে এই জুলাই মাসেই। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, 3 জুলাই, সোমবারই সেই সুপারমুন দৃশ্যমান হতে চলেছে। চলতি বছরের অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় সেটি উজ্জ্বল এবং অপেক্ষাকৃত বড় হবে। এর অর্থ হল, আপনি খালি চোখেই সুপারমুন চাক্ষুষ করতে পারবেন। এদিনের এই সুপারমুন পৃথিবী থেকে 3,61,934 কিমি দূরে ঘটতে চলেছে। প্রসঙ্গত, এই দিনটিকেই ভারতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষজন ‘গুরু পূর্ণিমা’ হিসেবে উদযাপন করেন।
জুলাই মাসের এই সুপারমুনকে বাকমুন (Buck Moon) বা থান্ডার মুনও (Thunder Moon) বলা হয়। মূলত, জুলাই মাসে হরিণদের সিং বেরোয়। সেই কারণেই এই সুপারমুনকে বলা হয় বাক মুন। যদিও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সুপারমুনের নাম বিভিন্ন, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য অনুযায়ীই সেই নাম দেওয়া হয়। ঠিক যেরকম আমেরিকার কিছু জায়গায় এই সুপারমুনকে গ্রীষ্মকালে ‘হট মুন’ও বলা হয়।
অগস্টে দুটি সুপারমুন
অন্যান্য দিনের তুলনায় যে দিন আকাশে চাঁদকে আকারে একটি বড় দেখায়, সেই দিনের চাঁদ হল সুপারমুন। সাধারণত, বছরে 12 বার সুপারমুন দেখা যায়। তবে এবার তার অন্যথা হচ্ছে। 2023 সালে মোট 13 বার সুপারমুন দেখা যাবে। চলতি বছরের অগস্টে আরও একবার সুপারমুন দেখা যাবে। সে সময় এই ঘটনাটিকে বলা হবে ‘ব্লুমুন’। কারণ, চাঁদ এই সময়কালে পৃথিবীর সবথেকে কাছে থাকবে। বছরের শেষ সুপারমুনটি দেখা যাবে 29 সেপ্টেম্বর।
কখন, কোথায় সুপারমুন দেখবেন
চাঁদ যখন সবে মাত্র উঠছে বা অস্তমিত যাচ্ছে, ঠিক তখনই সুপারম্যান দেখার সেরা সময়। এই সময়কালে চাঁদকে আকারে সবথেকে বড় দেখায়। আকাশ যদি মেঘলা না হয়, তাহলে কোনও সরঞ্জাম ছাড়াই সুপারমুন চাক্ষুষ করা যেতে পারে। যদিও জুলাই মাসে সাধারণত আকাশের মুখ ভারই থাকে। তাই মেঘলা আবহাওয়ায় সুপারমুন চাক্ষুষ করতে বাইনাকুলার বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য সুপারমুন এই সময় দেখার বড় সুযোগ থাকে।