Solar Eclipse 2023: বছরের শেষ সূর্যগ্রহণের দিনক্ষণ-সময় জানাল NASA; ভারতে কীভাবে দেখা যাবে?
Annular Solar Eclipse: সূর্যগ্রহণ মানেই তা মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে। তবে এটি খালি চোখে দেখা মোটেই নিরাপদ বলে মনে করা হয় না। নাসার মতে, যারা সূর্যগ্রহণ দেখতে সেই ঘটনাস্থলে উপস্থিত থাকবেন, তারা পিনহোল প্রজেক্টরের সাহায্য নিতে পারেন।

Solar Eclipse 2023 Time: মহাকাশে ঘটা বিশেষ কোনও ঘটনা নিয়ে অধিকাংশ মানুষেরই আগ্রহ তুঙ্গে থাকে। চন্দ্রগ্রহণ থেকে শুরু করে সূর্যগ্রহণ, নির্ধারিত সময় অনুযায়ী আকাশের দিকে চোখ রাখেন বহু মানুষ। এবার বছরের শেষ সূর্যগ্রহন হতে চলেছে অক্টোবর মাসে (2023)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করেছে, 14 অক্টোবর, বৃত্তাকার সূর্যগ্রহণের একটি বিশেষ দৃশ্য দেখা যাবে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই বৃত্তাকার সূর্যগ্রহণটা কী? একে বৃত্তাকারই বা বলা হচ্ছে কেন? আসলে বৃত্তাকার সূর্যগ্রহণে, চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে রাখে না। NASA-র এই সূর্যগ্রহণও বৃত্তাকার গ্রহণ হবে। অর্থাৎ চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে পারবে না। একে ‘রিং অফ ফায়ার’ও বলা হয়। কিন্তু ভারতে কি এই সূর্যগ্রহণ দেখা যাবে? চলুন জেনে নেওয়া যাক।
NASA-র মতে, আমেরিকায় ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে। আমেরিকার উত্তরে ওরেগন থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত এই গ্রহন দেখা যাবে। একটি টুইটার পোস্টে, নাসা লিখেছে, “সূর্যগ্রহণের এই তারিখটি সেভ করে নিন। 14 অক্টোবর, ‘রিং অফ ফায়ার’ মার্কিন ওরেগন উপকূল থেকে মেক্সিকো উপসাগরে দেখা যাবে।” অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয় সূর্যগ্রহণও ভারতে দেখা যাবে না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তারা এই গ্রহনটির লাইভ কভারেজ করবে। NASA-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (NASA-Official) সূর্যগ্রহণ দেখা যাবে। অর্থাৎ সারা বিশ্বের মানুষ অনলাইনে লাইভ ‘রিং অফ ফায়ার’-এর দৃশ্য দেখতে পারবে।
Save the date for a solar eclipse: On Oct. 14, a “ring of fire,” or annular, eclipse will travel from the U.S. Oregon coast to the Gulf of Mexico.
Wherever you are, you can watch it live with us: https://t.co/J9l63O2zUF pic.twitter.com/B94l2lZNqb
— NASA (@NASA) August 28, 2023
সূর্যগ্রহণ মানেই তা মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে। তবে এটি খালি চোখে দেখা মোটেই নিরাপদ বলে মনে করা হয় না। নাসার মতে, যারা সূর্যগ্রহণ দেখতে সেই ঘটনাস্থলে উপস্থিত থাকবেন, তারা পিনহোল প্রজেক্টরের সাহায্য নিতে পারেন। তবে চোখের উপর কোনও খারাপ প্রভাব পড়বে না।





