Teenager Rescue: সমুদ্রের জন্য বেরিয়ে নদীতে উদ্ধার!
উৎকন্টার অবসান।অবশেষে প্রতিবেশী জেলা কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে উদ্ধার হল নিখোঁজ ৪ কিশোর।তাদের আর সমুদ্র দেখা হলোনা।সমুদ্রের টানে বৃহস্পতিবার সন্ধ্যেনাগাদ চার বন্ধু নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল।বর্ষায় উথাল-পাথাল নদী।তাই নদীর স্রোতে তারা ক্রমশ: কোচবিহারের দিকে চলে যায়।
উৎকন্টার অবসান।অবশেষে প্রতিবেশী জেলা কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে উদ্ধার হল নিখোঁজ ৪ কিশোর।তাদের আর সমুদ্র দেখা হলোনা।সমুদ্রের টানে বৃহস্পতিবার সন্ধ্যেনাগাদ চার বন্ধু নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল।বর্ষায় উথাল-পাথাল নদী।তাই নদীর স্রোতে তারা ক্রমশ: কোচবিহারের দিকে চলে যায়। ৪ কিশোর নিখোঁজ। তাই পূর্ব কাঠালবাড়ি গ্রামে রাত থেকেই শুরু হয়েছিল খোঁজাখুঁজি। পুলিশ,সিভিল ডিফেন্স নেমেছিল শীলতোর্সাতে।সারা রাত খোঁজার পর হদিশ মেলেনি।সকাল হতেই প্রতিবেশী জেলা পাঠানো হয় খবর।অবশেষে আজ দুপুরে কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে তাদের উদ্ধার করে সোনাপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।চারজনের মধ্যে দুজন স্রেফ জানায় তারা সমুদ্র দেখতে রওনা হয়েছিল।নদীতে ভাসতে ভাসতে তারা সমুদ্রে পৌচ্ছে যেত।সঙ্গে তারা নিয়েছিল জামাকাপড় ও।পুলিশ তাদের পরিবারের হাতে তুলে দেবে।এবং পরিবার স তর্ক থাকার কথাও বলবে পুলিশ।সোনাপুর আউটপোস্ট এর ওসি মিংমা শেরপা ওই চার কিশোরের উদ্ধারের ঘটনা জানিয়েছেন।পুলিশ ত্রাতার ভূমিকায়।স্বাভাবিক ভাবেই খুশি পরিবারের লোকজন।তাই এবার সমুদ্র নাদেখেই ঘরে ফিরতে হল চার কিশোর কে।যদিও তারা এ ব্যাপারে স্পিকটি নট।একটা অপরাধবোধ ও সমুদ্র দেখার স্বপ্ন নিয়ে ঠাঁয় বসে পুলিশের আউটপোস্টে।কখন বাড়ির লোকজন আসবে।