Optical Illusion: অজস্র রঙিন তোতাপাখির ভিড়ে রং বদলে লুকিয়ে এক গিরগিটি, খুঁজে পেলেন?
Chameleon Hidden Among Parrots: এই অসাধারণ ব্রেইন টিজ়ারটি তৈরি করেছে মিরর। এখানে আপনি অনেকগুলো রঙিন তোতাপাখি দেখতে পাবেন। এখন এই তোতাপাখিদের ভিড়েই লুকিয়ে আছে একটি গিরগিটি। আপনার কাজ হল সেই গিরগিটিটাকেই কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করা। ছবিতে এত উজ্জ্বল রং রয়েছে যে, গিরগিটি কোথায় লুকিয়ে থাকতে পারে তা বোঝা কঠিন।
সারাদিনের অফিসের ঝক্কি কাটিয়ে যদি মনে করেন বাড়িতে বসে একটু সৃজনশীল উপায়ে বাকি সময়টা কাটাবেন, তাহলে অপটিক্যাল ইলিউশনের থেকে ভাল আর কিছু হতে পারে না। আজকাল সোশ্যাল মিডিয়ায় এলেই আপনি এই ধরনের ছবিগুলি দেখতে পাবেন। এই ছবিগুলি একপ্রকার ধাঁধা, যা আপনার মন ভাল রাখতে পারেন, শাণিত করে আপনার মস্তিষ্ক। এই খেলা আজকের নয়, অনেক দিনের পুরনো। প্রাচীন কালেও মানুষ বিনোদনের জন্য এই ধরনের মাইন্ড গেম খেলত। আবার প্রাচীন কালে রাজারা প্রজাদের বুদ্ধিমত্তার পরীক্ষা করতেও এই ধরনের ছবির সাহায্য নিতেন। সেই ছবিই আজকের জমানায় অপটিক্যাল ইলিউশন নামে জনপ্রিয়তা পেয়েছে।
ইন্টারনেটে আপনি এই ধরনের অনেক ধাঁধাই খুঁজে পাবেন, যা আপনাকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে দাঁড় করাবে। কিছু ছবি এমন হয়, যার সমাধান আমরা নিমেষের মধ্যে করতে পারি। কিছু আবার এমন ছবি থাকে, যার সমাধানসূত্র বের করতে ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করে থাকি আমরা। সেরকমই একটা ধাঁধা আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা, যার সমাধান করতে পারছেন না কেউই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দেখা গিয়েছে, মাত্র 5 শতাংশ মানুষ এই ধাঁধার সমাধান করতে পেরেছেন।
এই অসাধারণ ব্রেইন টিজ়ারটি তৈরি করেছে মিরর। এখানে আপনি অনেকগুলো রঙিন তোতাপাখি দেখতে পাবেন। এখন এই তোতাপাখিদের ভিড়েই লুকিয়ে আছে একটি গিরগিটি। আপনার কাজ হল সেই গিরগিটিটাকেই কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করা। ছবিতে এত উজ্জ্বল রং রয়েছে যে, গিরগিটি কোথায় লুকিয়ে থাকতে পারে তা বোঝা কঠিন। তবে আপনি এটা নিশ্চয়ই জানেন যে, গিরগিটি রং বদলাতে সবচেয়ে পারদর্শী। আপনার কাছে এই কাজের জন্য 5 সেকেন্ড সময় আছে। আপনার যদি তীক্ষ্ণ দৃষ্টি থাকে তবে আপনি অবশ্যই এটি খুঁজে পাবেন।
আশা করি, এতক্ষণে আপনি নিশ্চয়ই ওই গিরগিটিটিকে দেখতে পেয়েছেন। ঈগলের চোখ যাঁদের রয়েছে, তাঁরা অবশ্যই খুঁজে পাবেন। আর যাঁরা এখনও এটি খুঁজে পাননি, তাঁরা নিচের ছবিটি একবার ভাল করে দেখে নিন।