Viral Video: প্লেসমেন্টের পর IIM Calcutta ক্যাম্পাসে দুই গোসাপের সেলিব্রেশন! নেটদুনিয়ায় তুমুল ভাইরাল

Latest Viral Video: IIM Calcutta ক্যাম্পাসের একটি ভিডিয়ো নেটিজ়েনদের অবাক করেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, পুকুরের ধারে একটি জায়গায় দুটি বড় গোসাপ (Monitor Lizard) একে অপরের সঙ্গে কোলাকুলি করতে-করতে নাচানাচি করছে।

Viral Video: প্লেসমেন্টের পর IIM Calcutta ক্যাম্পাসে দুই গোসাপের সেলিব্রেশন! নেটদুনিয়ায় তুমুল ভাইরাল
অদ্ভুত দৃশ্য ধরা পড়ল IIM Calcutta ক্যাম্পাসে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 11:31 PM

IIM Calcutta-র ক্যাম্পাস এমনই এক জায়গা, যা তার পড়ুয়াদের তো বটেই, সঙ্গে দর্শনার্থীদেরও অনবদ্য কিছু অভিজ্ঞতা দিতে পারে। চিড়িয়াখানার থেকে কোনও অংশে কম যায় না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্যালকাটা, জোকা ক্যাম্পাসটি। সুন্দর একটি পুকুর রয়েছে সেখানে। রয়েছে পাখির অভয়ারণ্য, যেখানে বিভিন্ন প্রজাতির পাখিরা বসবাস করে। তাদের দেখতে এবং ছবি তুলতে ভিড় জমান প্রকৃতি প্রেমী ও ফটোগ্রাফাররা। IIM Joka ক্যাম্পাসে আপনি বেড়াতে গেলে কিছু বিরল প্রাণীদেরও দেখতে পারবেন। বড় আকৃতির কিছু গোসাপ থেকে শুরু করে রাজহাঁস, অন্যরকমের কিছু হাঁসও দেখা যায় এখানে। সম্প্রতি সেই IIM Calcutta ক্যাম্পাসের একটি ভিডিয়ো নেটিজ়েনদের অবাক করেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, পুকুরের ধারে একটি জায়গায় দুটি বড় গোসাপ (Monitor Lizard) একে অপরের সঙ্গে কোলাকুলি করতে-করতে নাচানাচি করছে।

দেখে মনে হচ্ছে, ওই গোসাপ দুটি একে অপরের সঙ্গে আনন্দে কোলাকুলি করছে। আদতে কিন্তু ব্যাপারটি তা নয়। আসলে তারা অপ্রত্যাশিত রকম ভাবে একটি পোজ়ে শারীরিক ভাবে ঝগড়ায় লিপ্ত। বলতে পারেন, গোসাপের গোঁসা। আর এই ভিডিয়োই নেটপাড়ার লোকজনকে যথেষ্ট বিভ্রান্ত করেছে। কেউ বলেছেন, ওই গোসাপ দুটি আনন্দে নিজেদের মধ্যে সৌহার্দ্যের প্রকাশ করছে। কেউ আবার বিষয়টিকে চিত্তাকর্ষক এবং মজাদার আখ্যা দিয়ে বলেছেন, তারা ঝগড়া করছে। কেউ কেউ আবার এ-ও বলেছেন যে, ক্যাম্পাসে প্লেসমেন্টের সময় তীব্র বাদানুবাদে জড়িত সরীসৃপ দুটি।

টুইটারে নুপূর নামের এক ইউজার ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখছেন, “IIM Calcutta-য় একটি সাধারণ দিনে :)”। গত 28 মার্চ ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই ভিডিয়োর ভিউ সেখানে 1 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো রিটুইট করেছেন। কমেন্টের একপ্রকার বন্যা বয়ে গিয়েছে।

ভিডিয়োতে একজন লিখেছেন, “ট্রু লভ”। আর একজন যোগ করেছেন, “IIM যাওয়ার পরে যে সবাই চাকরি পেয়ে যায়, তাই দেখাল তারই একটা রিপ্রেজ়েন্টেশন।” তৃতীয় ইউজ়ারের বক্তব্য, “প্লেসমেন্টের পর সেলিব্রেশনে মত্ত ওরা।” একদিকে যেখানে বহু মানুষ এই ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন, মজা পেয়েছেন। কিছু কিছু ইউজার আবার দাবি করেছেন, বন্যপ্রাণীদের কখনও এইভাবে কোনও কলেজ ক্যাম্পাসে আটকে রাখা ভাল নয়।