Optical Illusion: গিরগিটি ছদ্মবেশ ধারণ করে রয়েছে এই ছবিতে, কয়েক সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?

Chameleon Camouflaged Optical Illusion: এই শৈবালের গাছের বাকলে লুকিয়ে রয়েছে ছদ্মবেশ ধারণকারী একটি গিরগিটি। আপনাকে সেই প্রাণীটিকেই খুঁজে বের করতে হবে। চেষ্টা করে দেখুন না একবার।

Optical Illusion: গিরগিটি ছদ্মবেশ ধারণ করে রয়েছে এই ছবিতে, কয়েক সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 12:02 PM

রং বদলাতে পারদর্শী প্রাণীদের কথা বললে ক’টা প্রাণীর নাম মাথায় আসবে আপনার? যদি বলা হয়, ছদ্মবেশ ধরতে পারদর্শী এমন প্রাণী কতগুলি দেখেছেন আপনি? খড়ের উপরে থাকলে তার রং, সবুজ ঘাসে ঘোরাফেরা করলে তার রং, পাহাড়ে উঠলে তার মতো রং ধারণ করতে পারে, ভূ-ভারতে এমন প্রাণী ক’টাই বা আছে? যতগুলোই থাকুক না কেন, প্রথমেই আপনার মাথায় ঘোরাফেরা করবে একটাই নাম— গিরগিটি। এই প্রাণীর রঙে এবং সর্বোপরি তার ছদ্মবেশ ধারণ আপনাকে হতচকিত করে বলেই তো গিরগিটি খুঁজে পাওয়া খুব দুষ্কর কাজ একটা। কেউ যদি আপনাকে সাধারণ একটা ছবি দেখিয়ে বলে, সেখান থেকে গিরগিটি খুঁজে বের করতে, কাজটা খুবই কঠিন হয়ে যায়, তাই না? সে প্রাণীটাকে খুঁজে পেতে-পেতে শেষে চোখটাই ক্লান্ত হয়ে যায়। আজ আপনাদের সামনে তেমনই একটা ছবি নিয়ে এসেছি আমরা। সেই ছবিতে সবুজ গাছের ফাঁকে একটি গিরগিটি লুকিয়ে রয়েছে। আপনাকে সেই ছদ্মবেশধারী প্রাণীটিকেই খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন?

এই ছবিটা এমন ভাবেই তোলা হয়েছে যে, আক্ষরিক অর্থেই তা একটা ধাঁধা হিসেবে হাজির হয়েছে। এই ছবির ধাঁধাগুলির নামই তো অপ্টিক্যাল ইলিউশন। আপনি যা দেখছেন, শেষ পর্যন্ত তা-ই ভুল হিসেবে বিবেচিত হবে। তবে এই ধরনের ছবির ধাঁধাগুলির সমাধান করা আপনার চোখের পক্ষে ভাল, আরও ভাল আপনার মস্তিষ্কের জন্যও। তার কারণ এই অপ্টিক্যাল ইলিউশনগুলি আপনাকে ভাবাতেই থাকবে। যতক্ষণ না একটা ধাঁধা আপনি সমাধান করতে পারছেন, ততক্ষণই ছবিগুলি আপনাকে ভাবাতে থাকবে। আর আপনি যত ভাববেন, যতই এই ছবিগুলি সমাধান করবেন, ততই আপনার IQ-ও বাড়বে। তার থেকেও বড় কথা হল, ভাবনাচিন্তার প্রক্রিয়ার মধ্যে কতজনই বা থাকার সুযোগ পান এই ব্যস্ততার সময়ে? অপ্টিক্যাল ইলিউশনগুলি কিন্তু আপনাকে ভাবায়, যথেষ্ট ভাবায়।

Chameleon Camouflaged

সে যাই হোক না কেন! আপনাকে এখন এই ছবি থেকে একটি গিরগিটি খুঁজে বের করতে হবে। প্রাণীটি এমন ভাবেই গাছের বাকলের মধ্যে লুকিয়ে রয়েছে যে, তাকে শনাক্ত করা বড্ড মুশকিল। তবে আপনি ছবিটা একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই দেখতে পাবেন গিরগিটিটিকে। বিশেষজ্ঞরা দাবি করেন, নিরাপত্তার কারণে নিজেদের রং বদলায় গিরগিটি। মূলত, শিকারীদের হাত থেকে বাঁচতেই ছদ্মবেশ ধারণ করে গিরগিটি। এখন এই ছবি থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে, কোথায় রয়েছে সেই গিরগিটি?

ছবিতে যে গিরগিটি রয়েছে, সেটি ক্যাসকেড প্রজাতির। এই ধরনের গিরগিটিগুলি প্রকৃতির সঙ্গে সবথেকে বেশি পরিমাণে মিশে যেতে পারে। সেই কারণেই এই ছবি থেকে গিরগিটিটিকে খুঁজে পাওয়া সবথেকে কঠিন। একদিকে গাছের বাকলটি সবুজ শ্যাওলায় মিশ্রিত। আর একদিকে সেই গিরগিটি সবুজ রংও ধারণ করেছে। ফলে, বাকলের চেহারার মতো করে এমনভাবেই ওই গিরগিটি রং বদলেছে যে, তাকে খুঁজে পাওয়া কঠিন।

কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সদস্য কেট মার্শাল জানিয়েছেন, এর আগে একাধিক গবেষণা থেকে দেখা গিয়েছে, শিকারীদের এড়াতে এই ধরনের ছদ্মবেশ ধারণ করে গিরগিটিগুলি। আপনি যদি এখনও সেই ছদ্মবেশধারী-কে খুঁজে পেতে ব্যর্থ হন, তাহলে নীচের ছবিটি থেকে দেখে নিন।

Chameleon Camouflaged Optical Illusion

ছবি একটু ডানদিক ঘেঁষে গিরগিটির চোখ দেখতে পাবেন। আর সেই চোখই আপনাকে গিরগিটিকে ধরিয়ে দেবে। তার একটু নীচের দিকে তাকালেই আপনার পুরো শরীরটাই ফুটে উঠবে।