Viral Video: রাজভিখারি! চড়েছেন ফ্লাইটে, এদিকে সহযাত্রীদের কাছে ভিক্ষা চাইছেন পাকিস্তানি, দেখুন কী কাণ্ড
Viral Video Today: সত্যিই কি তিনি ভিক্ষাজীবী? তাই যদি হয় তাহলে তিনি ফ্লাইটে ভ্রমণ করার টাকা পেলেন কোথা থেকে? যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, প্লেনে অন্যান্য সহযাত্রীদের কাছে টাকা চাইছেন ওই ব্যক্তি। তবে তিনি নিজের জন্য টাকা চাননি। আর তিনি ভিক্ষাও চাননি।
Latest Viral Video: ফ্লাইটে ভিক্ষা চাইছেন এক পাকিস্তানি, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। কিন্তু সত্যিই কি তিনি ভিক্ষাজীবী? তাই যদি হয় তাহলে তিনি ফ্লাইটে ভ্রমণ করার টাকা পেলেন কোথা থেকে? যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, প্লেনে অন্যান্য সহযাত্রীদের কাছে টাকা চাইছেন ওই ব্যক্তি। তবে তিনি নিজের জন্য টাকা চাননি। আর তিনি ভিক্ষাও চাননি। তিনি যা চেয়েছেন, তা হল অনুদান। লাহোরে একটি মাদ্রাসা তৈরি করার জন্যই তিনি ফ্লাইটের অন্যান্য সহযাত্রীদের কাছে টাকা চাইছিলেন।
ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে কুর্তা, পায়জামা এবং নীল রঙের একটি জ্যাকেট পরে রয়েছেন। ফ্লাইটের করিডোরে দাঁড়িয়ে তিনি সহযাত্রীদের কাছ থেকে টাকা চাইছেন। বলছেন, “একটি মাদ্রাসা তৈরি করার জন্য আমরা টাকা জোগাড় করছি। আপনাদের কি কিছু টাকা অনুদান দেওয়া উচিত? যদি দিতে চান তাহলে সিট থেকে উঠ আমার কাছে আসার দরকার নেই, আমিই আপনাদের সিটে আসছি।”
Viral video whereby a Pakistani can be seen begging in a flight; Says I am not a beggar but need money to make a madrasas in Pakistan. pic.twitter.com/hUB3ZzVJGn
— Megh Updates ?™ (@MeghUpdates) July 13, 2023
তবে এখনও পর্যন্ত একটা বিষয়ে পরিষ্কার হওয়া যায়নি যে, ভিডিয়োটি কখন তোলা হয়েছিল। সপ্তাহ দুয়েক আগে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও টুইটারে তা দিনদুয়েক আগে শেয়ার হওয়ার ফলে বহু মানুষের নজর কেড়েছে। নেটিজ়েনদের একাংশ বলেছেন, এমনই একটা সময়ে এই ভিডিয়ো ভাইরাল হল যখন পাকিস্তান সত্যিই বিরাট আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্য দিকে নেটিজ়েনদের অনেকেই এই ব্যক্তিকে তীব্র ভর্ৎসনা করেছেন প্লেনের মধ্যে এভাবে টাকা চাওয়ার জন্য।
অনেকে আবার এই ব্যক্তিকে চিনতে পেরেছেন। টুইটার ব্যবহারকারীদের অনেকেই জানিয়েছেন, ওই ব্যক্তির নাম আখতার লাওয়া। তিনি পাকিস্তানের একজন ইন্টারনেট সেনসেশন। তিনি একজন ব্যবসায়ী, রাজনীতিবিদও। গত বছর যখন পাকিস্তানের আর্থিক সঙ্কট ব্যাপক ভাবে প্রকট হয়, সে সময় অদ্ভুত কিছু ভিডিয়ো বানিয়ে তিনি শিরোনামে এসেছিলেন। তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বায়োতে লেখা হয়েছে, ‘লাহোর দা পাওয়া, আখতার লাওয়া’, যার অর্থ হল ‘আখতার লাওয়া, লাহোরের স্তম্ভ।’