Viral Video: ঘুম থেকে উঠে চা করতে যাবেন, জানলায় মুখ বাড়িয়ে এক সিংহ, তারপর… হাড়হিম করা ঘটনা
Viral Video Today: ভিডিয়োতে দেখা গিয়েছে, সিংহ তাঁর বাড়ির সামনে এক্কেবারে জানলা দিয়ে মুখ বাড়ানোর বিষয়টি নিজে বর্ণনা করছেন ওই ব্যক্তি। ফোনের ক্যামেরা দিয়ে দেখালেন, জানলা থেকে তাঁর দিকে তাকিয়ে রয়েছে সিংহটি।
Latest Viral Video: সকালে ঘুম থেকে উঠে সকলেই চান, দিনটা যেন ভাল যায়। ঘুম ভাঙার পরেই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা সকলেই তা তা চাই। কিন্তু ঘুম ভাঙতে না ভাঙতেই যদি ভয়ঙ্কর কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়? কেমন লাগে তখন বলুন তো! সোশ্যাল মিডিয়া এমন এক ব্যক্তির সন্ধান দিল, যাঁর ঘুমই ভাঙল সিংহের গর্জনে। ঘুম থেকে উঠে কফি বানাবেন বলে কেটলিটা সবেমাত্র নিতে যাবেন। ঠিক সেই সময়ই দেখলেন, জানলা দিয়ে উঁকি মারছে একটি সিংহ। মোবাইলে সেলফি মোডে তিনি ভিডিয়োও তুলে দেখালেন, তাঁর থেকে ঠিক কতটা কাছে ছিল সিংহটি। স্রেফ একটা জানলার দূরত্ব ছিল দুজনের মধ্যে। যে কোনও সময় সেই জানলা ভেঙে ওই ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়তে পারত সিংহটি।
বন্যপ্রাণীদের দেখভাল করেন, এমন মানুষজনের জন্য প্রাণীদের মুখোমুখি হওয়া কোনও বড় বিষয় নয়। এমন অনেক ভিডিয়োই আমাদের নজরে এসেছে এর আগে, যেখানে পার্ক বা চিড়িয়াখানায় বাঘ ও সিংহের সঙ্গে যেন বন্ধুর মতোই ব্যবহার করছেন সেই পার্ক বা চিড়িয়াখানার কর্মী। তবে এবার যে এক ব্যক্তির দুয়ারে হাজির সিংহ। তা আবার কোনও চিড়িয়াখানা বা পার্ক নয়। এক্কেবারে ব্যক্তির বাড়ির সামনেই চলে এসেছে সিংহটি।
A man wakes up and finds a lion looking at him through his window pic.twitter.com/goE14he9z5
— 1000 WAYS TO DIE (@1000waystod1e) July 12, 2023
ভিডিয়োতে দেখা গিয়েছে, সিংহ তাঁর বাড়ির সামনে এক্কেবারে জানলা দিয়ে মুখ বাড়ানোর বিষয়টি নিজে বর্ণনা করছেন ওই ব্যক্তি। ফোনের ক্যামেরা দিয়ে দেখালেন, জানলা থেকে তাঁর দিকে তাকিয়ে রয়েছে সিংহটি। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখছেন, “আমার রান্নাঘরের জানলা দিয়ে আপনি নিশ্চয়ই একটা সুন্দর পুরুষ সিংহ দেখতে পাচ্ছেন। আমি শুধু কেটলিটা নিতে যাচ্ছিলাম। আপনি কি কফি খেতে পছন্দ করেন?”
এদিকে লোকটি ঠিক যখনই রান্নাঘরে গেলেন, সিংহটি ঠিক তখনই জোরে জোরে গর্জন করতে শুরু করল। তারপর সে যেন ব্যক্তির ঘরের আরও কাছে চলে এল। কিছুক্ষণের মধ্যে আবার লেজও নাড়াতে থাকল সে। এরপর আর তিনি সিংহটার দিকে সেভাবে নজর দিলেন না। কেটলিতে জল গরম করতে ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু সিংহটা যেন পালানোর বান্দা নয়। সে ঠিক সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল।