Viral Post: ধরতে পারবেন না! রং বদলে টিয়া সাজল মুরগি, দাম উঠে গেল 6500 টাকা!
Latest Viral Picture: সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে একটি মুরগিকে রং করে টিয়া পাখি সাজিয়েছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, সেটি আবার টিয়া বলে বিক্রিও করেছেন অনলাইনে।
Viral Post: অনেকেই পছন্দ করেন বাড়িতে পাখি রাখতে। অনেকে আবার টিয়া পাখিও রাখতে পছন্দ করেন। আবার মুরগিও রয়েছে অনেকের বাড়িতে। কিন্তু যদি কোনও মুরগিকে টিয়া পাখির মতো রং করে বিক্রি করা হয়, তাহলে কেমন হবে বলুন তো? মানে মনে করুন একটি মুরগি তাকে দেখতে টিয়া পাখির মতো। ভেবেই হেসে উঠলেন তো? ভাবছেন এমন আবার হয় নাকি। বাস্তবে এমনটাই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে একটি মুরগিকে রং করে টিয়া পাখি সাজিয়েছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, সেটি আবার টিয়া বলে বিক্রিও করেছেন অনলাইনে। দামও রেখেছেন 6,500 টাকা। আর তাকে দেখে আপনি আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি মুরগিকে সবুজ রং করা হয়েছে। তার রং করার পর তাকে দেখতে একদম টিয়া পাখির মতো লাগছে। কোনও এক পাকিস্তানি দোকানদার মুরগিকে সবুজ রং করে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করেছে। করাচির এক ব্যক্তি প্রথমে মুরগির গায়ে সবুজ রং করে ছবি তুলে OLX-এ রেখে দাম লিখেছিলেন 6 হাজার 500 টাকা। তার সেই পাখিটিকে কিনেও নেন এক ব্যক্তি।
View this post on Instagram
এই ছবিটি ইনস্টাগ্রামে @divamagazinepakistan নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ছবি। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন পোস্টে। কেউ বলেছেন, “অনলাইনে কিছু কিছু জিনিস ছবির মতো আসে না, তা একেবারেই ঠিক কথা। কিন্তু তাই বলে এমন নকল টিয়া?” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি প্রথমে এক ঝলকে বুঝতেই পারিনি। তারপরে ভাল করে দেখার পর দেখলাম ওটা একটি মুরগি।”