Viral Video: পয়সায় ঠাসা ফল-সবজি গাছের বাগান! যা-ই কাটা হচ্ছে, গুচ্ছ গুচ্ছ কয়েন বেরোচ্ছে, অবিশ্বাস্যকর ভিডিয়ো
Viral Video Today: পয়সার গাছ বলে কি সত্যিই কিছু আছে? উত্তরটা সম্ভবত সকলেরই না হবে। সোশ্যাল মিডিয়া কিন্তু এমনই এক ভিডিয়ো নিয়ে হাজির হয়েছে, যেখানে গাছের ফলের ভিতরে দেখা যাচ্ছে কয়েনে (Coins) ঠাসা। চোখ কপালে তোলার মতো সেই ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে।
Latest Viral Video: টাকার দরকার কার নেই! এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর, যাঁর টাকার প্রয়োজনীয়তা নেই। তাই কথায়-কথায় আমরা আকছারই বলে থাকি, টাকার গাছ (Wish Tree) থাকলে কত না ভাল হত। যার যখন দরকার হত, গাছটা একবার নাড়ালেই সেখান থেকে ঝনঝনিয়ে পয়সা বেরোতো। আর সেই পয়সা দিয়েই যার যা দরকার, তাই কিনতে পারতেন। কিন্তু পয়সার গাছ বলে কি সত্যিই কিছু আছে? উত্তরটা সম্ভবত সকলেরই না হবে। সোশ্যাল মিডিয়া কিন্তু এমনই এক ভিডিয়ো নিয়ে হাজির হয়েছে, যেখানে গাছের ফলের ভিতরে দেখা যাচ্ছে কয়েনে (Coins) ঠাসা। চোখ কপালে তোলার মতো সেই ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে।
পয়সার গাছ বললে একটু ভুল বলা হবে! তার চেয়ে বরং বলা ভাল, এটি পয়সার বাগান। তার কারণ, এই বাগানে একটার পর একটা সবজি থেকে বেরোচ্ছে গুচ্ছের কয়েন। যে সবজিই কাটা হচ্ছে, তারই ভিতর থেকে বেরোচ্ছে কয়েন। কীভাবে তা সম্ভব, দেখে বোঝা মুশকিল।
প্রথমে দেখা গেল, একটি কুমড়ো কাটা হল। সেখান থেকে বের হচ্ছে পয়সা। তারপরে একটা কলা গাছের কাণ্ডটা কাটা হল। তার ভেতর থেকেও সারে সারে পয়সা বেরোতে থাকছে। এবার ক্যামেরা ঘুরল একটি ভুট্টা গাছের দিকে। একটা ভুট্টা কাটা হল। তাতেও সেই একই কাণ্ড। ভুট্টার দানা মাত্র নেই সেখানে। বদলে দেখা গেল, সেই ভুট্টা কয়েনে ঠাসা।
View this post on Instagram
শুধু গাছের ফল, সবজি বা কাণ্ড নয়। একটা গাছ মাটিতে তুলতেই দেখা গেল, তার মূলেও রয়েছে অজস্র কয়েন। ভ্রুকুঞ্চিত হওয়ার মতোই তো কাণ্ড! আবার একটা কলাগাছের কলাগুলিকে কাটা হল। দেখা গেল, কলার খোসাটা যেমন হয় তেমনই। সেটি যখন কাটা হল তার ভিতরে দেখা গেল একগাদা কয়েন রয়েছে।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকেই দাবি করেছেন, এই ধরনের ঘটনা অবাস্তব। পুরোটাই এডিটের কারসাজি। ওই সবজি বা ফলগুলির ভিতরে কয়েন ভরে রেখেই শুট করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন।
TV9 বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।